Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4917
গণপরিষদ
১.গণপরিষদ আদেশ জারি করা হয় কেন?
-বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য।
২.কে বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করেন?
-আবু সাঈদ চৌধুরী।
৩.কত সালে বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করা হয়?
-২৩ মার্চ ১৯৭২ সালে।
৪.গণপরিষদ আদেশ কার্যকর করা হয় কবে থেকে?
-২৬ মার্চ ১৯৭১ ।
৫.গণপরিষদের প্রথম অধিগবেশন কবে বসে?
-১০ এপ্রিল ১৯৭২ সালে।
৬.গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে?
-মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ।
৭.গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
-শাহ আবদুল হামিদ।
৮.গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন?
-মোহাম্মদ উল্লাহ।

সংবিধান প্রণয়ন কমিটি
১.অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে?
-শেখ মুজিবুর রহমান।
২.অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কত সালে?
-১১ জানুয়ারি ১৯৭২ সালে।
৩.খসড়া সংবিধান রচনা কমিটির প্রধান বা সভাপতি কে ছিলেন?
-ড. কামাল হোসেন।
৪.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত?
-৩৪ সদস্য।
৫.খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে কবে?
-১৭ এপ্রিল ১৯৭২ সালে।
৬. খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সর্বমোট কতটি বৈঠকের মাধ্যমে সংবিধানের খসড়া প্রণয়ন করে?
-৪৭টি।
৭. খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংবিধানের প্রাথমিক খসড়া প্রণয়ন করে কবে?
-১০ জুন ১৯৭২ সালে।
৮. খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন সংবিধান প্রণয়নের লক্ষ্যে কোন কোন দেশ সফর করেন?
-যুক্তরাজ্য ও ভারত।
৯.খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কবে সংবিধানের খসড়া রূপ চূড়ান্ত করে?
-১১ অক্টোবর ১৯৭২।
১০.সংবিধান কী?
-সংবিধান হচ্ছে যে কোনো রাষ্ট্রের মূল ও সর্বোচ্চ আইন।
১১.বাংলাদেশের সংবিধান কোন ধরনের?
-দুষ্পরিবর্তনীয় ও সর্বোচ্চ আইন।
১২.বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
-গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9 Views
    by bdchakriDesk
    0 Replies 
    967 Views
    by masum
    0 Replies 
    562 Views
    by shanta
    0 Replies 
    863 Views
    by tamim
    0 Replies 
    722 Views
    by raja

    সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী[…]

    সর্বশেষ সরকারী বিধি মোতাবেক রাজাফৈর উচ্চ বিদ্যালয[…]

    পুনঃআবশ্যক: কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ডাকঘর[…]

    সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিম্নে বর্ণিত শূন[…]