Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4906
১.ছাত্রলীগের প্রতিষ্ঠাতা কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২.বঙ্গবন্ধুর প্রথম তাজমহল দর্শন করেন কত সালে?
-১৯৪৬ সালে।
৩.মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেন কবে?
-১৬ আগস্ট ।
৪.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিএ পাস করেন কত সালে?
-১৯৪৭ সালে।
৫.বঙ্গবন্ধু শেখ মুজিব কোন পত্রিকায় কাজ করতেন?
-ইত্তেহাদ
৬.ঢাকায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিব কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?
-ঢাকা বিশ্ববিদ্যালয়।
৭.সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
-আবদুল গাফফার খানকে।
৮.পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় কোথায়?
-রোজ গার্ডেন।
৯.শক্তিশালী বিরোধী দল না থাকলে গণতন্ত্র চলতে পারে না। কে বলেছেন?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০.বঙ্গবন্ধু তৃতীয়বারের মতো জেলে যায় –
-১৯ এপ্রিল ১৯৪৯।
১১.শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেল থেকে কোন জেলে রাখা হয়?
-খুলনা জেল ।
১২.শেখ মুজিবুর রহমান কিসের আসামী হয়ে খুলনা জেলে যায়?
-ডাকাতি ও খুনের মামলা।
১৩.আসমাপ্ত আত্মজীবনী’র ভাষ্যমতে দাওয়াল বলা হতো কাদের?
-দিন মজুরদের।
১৪.নির্যাতনের ভয় পেলে বেশি নির্যাতন ভোগ করতে হয়। উক্তিটি –
-বঙ্গবন্ধুর।
১৫.১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনী এলাকা ছিল কোনটি?
-গোপালগঞ্জ।
১৬.যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কত ভোটে জয়ী হয়েছিলেন?
-১০ হাজার।
১৭.যুক্তফ্রন্টের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে –
-মে ১৯৫৪ সালে।
১৮.জেলের মধ্যে জেল, তাকেই বলে সেল। এভাবে সেলের বর্ণনা দিয়েছেন কে?
-শেখ মুজিবুর রহমান।
১৯.১৯৫০ সাল পর্যন্ত পূর্ব বাংলার একমাত্র কম্বল ফ্যাক্টরি কোথায় ছিল?
-ঢাকা জেলের ভিতর।
২০.পাকিস্তানের গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কত ছিল?
-৪৪ জন।
২১.লিয়াকত আলী খান কত সালে আততায়ীর হাতে নিহত হন?
-১৯৫১ সালে।
২২.কার নির্দেশে সর্বদলীয় সংগ্রাম পরিসদ গঠিত হয়?
-শেখ মুজিবুর রহমান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    83 Views
    by masum
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]