Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4872
ঢাকা জেলা
১.ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১৭৭২ সালে।
২.জেলার আয়তন কত?
-১,৪৬৩,৬০ বর্গ কিলোমিটার।
৩.জেলায় উপজেলার সংখ্যা কতটি?
-৫টি।
৪.জেলার মেট্রোপলিটন বর্হিভূত পুলিশ থানা কতটি?
-৭টি।
৫.জেলার মেট্রোপলিটন থানা কতটি?
-৫০টি।
৬.পৌরসভা কতটি?
-৩টি।
৭.ইউনিয়ন কতটি?
-৬২ টি।
৮.গ্রাম কতটি?
-১,৯৯৯টি।
৯.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-গণশিক্ষায়।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-২০টি।
১১.নদ-নদী কি কি?
-বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বংশী, ধলেশ্বরী প্রভৃতি।

গাজীপুর জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১ মার্চ ১৯৮৪ সালে।
২.আয়তন কত?
-১,৮০৬.৩৬ বর্গ কিলোমিটার।
৩.উপজেলার সংখ্যা কতটি?
-৫টি।
৪.পৌরসভা কতটি?
-৩টি।
৫.ইউনিয়ন কতটি?
-৩৯টি।
৬.গ্রাম কতটি?
-১,১১৪ টি।
৭.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-অরুণোজ্জ্বল।
৮.নদ-নদী কী কী?
-তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বানার প্রভৃতি।
৯.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-৫টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    150 Views
    by bdchakriDesk
    0 Replies 
    92 Views
    by bdchakriDesk
    0 Replies 
    629 Views
    by bdchakriDesk
    0 Replies 
    892 Views
    by bdchakriDesk
    0 Replies 
    57 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]