Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4865
১.৭ মার্চ ভাষণ প্রদানকালে কোন আন্দোলন চলছিল?
-অসহযোগ আন্দোলন
২.অসহযোগ আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পেয়েছিল কখন?
-৭ ই মার্চের ভাষনের পর।
৩.অহিংস ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়-
-৭ মার্চ ভাষনে
৪.ঐতিহাসিক ৭ মার্চের ভাষন সংবিধানের কোন তফসিলের অন্তর্ভুক্ত?
-পঞ্চম তফসিল।
৫.বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়?
-পঞ্চম।
৬. বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল তার নাম কী?
-অসহযোগ আন্দোলন
৭.৭ মার্চের ভাষনে বঙ্গবন্ধু কয় দফা দাবি উত্থাপন করেন?
-৪ দফা
৮.৭ মার্চ ১৯৭১ এর বঙ্গবন্ধুর ভাষনের মূল বক্তব্য কি ছিল?
-স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ধারনা
৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ এর ভাষন কোথায় অনুষ্ঠিত হয়?
-রেসকোর্স ময়দানে।
১০.শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেস্কো কি হিসেবে স্বীকৃতি দিয়েছে?
-ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ
১১. বঙ্গবন্ধুর ১৯৮১ সালের কত তারিখে ঘোষণা করেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
-৭ মার্চ।
১২. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব-ঐতিহ্য অংশ হিসেবে স্বীকৃতি দেয় কোন প্রতিষ্ঠান?
-ইউনেস্কো
১৩.বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেন?
-ইরিনা বোকোভা
১৪.শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষেণকে ইউনেস্কো কোন তারিখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করেন?
-৩০ অক্টোবর।
১৫.স্বাদীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের –
-২ মার্চ
১৬.১৯৭১ সালের ২৫ মার্চ ছিল –
-বৃহস্পতিবার
১৭.কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
-তৎকালীন ছাত্র নেতা ডাকসু ভিপি আ স ম আব্দুর রব
১৮.১৯৭১ সালের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল –
-২ রা মার্চ
১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়?
-৩ রা মার্চ
২০.স্বাধীনতার ঘোষণার মাধ্যমে কী শেষ হয়?
-অসহযোগ আন্দোলন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2112 Views
    by bdchakriDesk
    0 Replies 
    13 Views
    by rafique
    0 Replies 
    13 Views
    by masum
    0 Replies 
    17 Views
    by shanta
    0 Replies 
    9 Views
    by rana

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]