Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4847
১.মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট সদস্য কতজন?
-৬৭৬ জন।
২.প্রথম বীর উত্তম খেতাবপ্রাপ্ত কে?
-লে. কর্ণেল আবদুর রব
৩.প্রথম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত কে?
-মেজর খন্দকার নাজমুল হুদা
৪.প্রথম বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত কে?
-মোহাম্মদ আবদুল মতিন
৫.সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
-শহীদুল ইসলাম লালু
৬.ড. সিতারা বেগম সেনাবাহিনীর কোন পদে ছিলেন?
-ক্যাপ্টেন
৭.দেশের একমাত্র পাহাড়ি আদিবাসী বীরবিক্রম কে?
– ইউ কে চিং
৮.স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক উপাধি লাভ করে কতজন?
-৪২৬ জন
৯.স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
-২ জন
১০.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
-চাঁপাইনবাবগঞ্জ
১১.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম ভূষিত করা হয়?
-৬৮ জন
১২.মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়?
-৭ জন
১৩.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী?
-সিপাহি
১৪.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
-শহীদ বুদ্দিজীবী কবরস্থানে
১৫.মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যক্তি কোন দেশের নাাগরিক?
-নেদার‌ল্যান্ড
১৬.বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে কোনটি দ্বিতীয়?
-বীর-উত্তম
১৭.মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে?
-১১ নং
১৮.মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি?
-বীরশ্রেষ্ঠ
১৯.বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশী বীরপ্রতীকের নাম কী?
-ডব্লিউ এস ওডারল্যান্ড
২০.মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজন-শূণ্যস্থানে কোন শব্দটি বসবে?
-বীরশ্রেষ্ঠ
২১.বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে পরিচিত?
-কাঁকন বিবি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    384 Views
    by sajib
    0 Replies 
    820 Views
    by rajib
    0 Replies 
    209 Views
    by shohag
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    177 Views
    by raja
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]