Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4830
১.১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল?
-সোভিয়েত ইউনিয়ন
২.বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
- ইন্দোনেশিয়া
৩.বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
-ভুটান
৪.কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
-ইরাক
৫.বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম –
-ভারত
৬.স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
-৪ এপ্রিল ১৯৭২।
৭.কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বর্বরকার খবর বহির্বিশ্বে প্রকাশ করেন?
-সাইমন ড্রিং
৮.মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র
৯.কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন?
-জর্জ হ্যারিসন
১০.কনসার্ট অব বাংলাদেশ কে আয়োজন করেন?
-জর্জ হ্যারিসন
১১.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন –
-উ থান্ট
১২.বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
-১৯৭৪ সালে
১৩.জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরূদ্ধে ভেটো দিয়েছিল কোন দেশ?
-চীন
১৪.১৬ ডিসেম্বর ১৯৭১ সালে কোন পাকিস্তানি জেনারেল ঢাকা রেসকোর্স মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পন করে?
-জেনারেল নিয়াজী
১৫.বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র –
-পোল্যান্ড
১৬.বাংলাদেশেকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
-সেনেগাল
১৭.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে?
-৩ ডিসেম্বর ১৯৭১
১৮.মুক্তিযুদ্ধকালীন ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর গঠিত হয়েছিল?
-২১ নভেম্বর ১৯৭১ সালে
১৯.১৯৭১ সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য?
-বিটলস
২০.রবি শংকর একজন বিখ্যাত –
-সেতারবাদক
২১.১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগাদন করেন?
-রবি সংকর
২২.বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিওভেরেনজি ছিলেন –
-ইতালির নাগরিক
২৩.বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বীরত্বের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?
-অস্ট্রেলিয়ার

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]