Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4792
১.মুজিবনগর সরকার কখন গঠিত হয়? (৩৯ তম বিসিএস)
-১০ এপ্রিল, ১৯৭১
২.মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনবার্সন মন্ত্রী কে ছিলেন? (৩৮ তম বিসিএস)
-এ. এইচ. এম কামরুজ্জামান
৩.মুজিবনগর কোন জেলায় অবস্থিত? (৩৩ তম ও ২০ তম বিসিএস)
-মেহেরপুর
৪.১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
-শেখ মুজিবুর রহমান
৫.মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
-মাওলানা ভাসানী
৬.মুক্তিযুদ্ধের সময় বিগ্রেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
-৩টি
৭.বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গটিত হয়?
-মুজিবনগর
৮.১৭ এপ্রিল তারিখ পালিত হয় কোন দিবস?
-মুজিবনগর দিবস
৯.মুজিবনগরের পূর্বনাম ছিল কী?
-বৈদ্যনাথতলা
১০.মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
-১৭ এপ্রিল ১৯৭১
১১.১৯৭১ সালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
-তাজউদ্দীন আহমেদ
১২.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত প্রবাসী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
-ক্যাপ্টেন এম মনসুর আলী
১৩.স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
-লে. কর্ণেল (অব.) আব্দুর রব
১৪.বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
-শেখ মুজিবুর রহমান
১৫.প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল –
-৮ নং থিয়েটার রোড, কলকাতা
১৬.মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
-তানভির করিম
১৭.বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
-তাজউদ্দীন আহমেদ
১৮.মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ছিলেন –
-এ. কে খন্দকার
১৯.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন –
-সৈয়দ নজরুল ইসলাম
২০.বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল কেন বিখ্যাত?
-বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেন
২১.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় –
-কালুরঘাট, চট্টগ্রাম
২২.১৭ এপ্রিল, ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
-আবদুল মান্নান
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    184 Views
    by raihan
    0 Replies 
    150 Views
    by masum
    0 Replies 
    753 Views
    by shanta
    0 Replies 
    22953 Views
    by shanta
    0 Replies 
    286 Views
    by shohag

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]