Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4776
বরিশাল বিভাগ
১.বরিশাল বিভাগের প্রতিষ্ঠা কবে?
-১ জানুয়ারি ১৯৯৩ সালে।
২.বরিশাল বিভাগের আয়তন কত?
-১৩,২২৫ বর্গ কিলোমিটার।
৩.বরিশাল বিভাগের জনসংখ্যা কত?
-৮৬,৫২,৩২৪ জন।
৪.বরিশাল বিভাগের জেলা কতটি?
-৬টি।
৫.বরিশাল বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি?
-ভোলা।
৬.বরিশাল বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি?
-ঝালকাঠি।
৭.বরিশাল বিভাগের জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি?
-বরিশাল।
৮.বরিশাল বিভাগের জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
-ঝালকাঠি।
৯.বরিশাল বিভাগের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি?
-পটুয়াখালী।
১০.বরিশাল বিভাগের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম?
-ঝালকাঠি।
১১.বরিশাল বিভাগের সাক্ষরতার হার বেশি কোন জেলায়?
-ঝালকাঠি।
১২.বরিশাল বিভাগের স্বাক্ষরতার হার কম কোন জেলায়?
-ভোলা।
১৩.বরিশাল বিভাগের দারিদ্রতার হার কত?
-৩৯.৪%।
১৪.বরিশাল বিভাগের অবস্থান কি?
-২১॰৪৮’ থেকে ২২॰২৯’ উত্তর অক্ষাংশ এবং ৮৯॰৫২’ থেকে ৯০॰২২’ পূর্ব দ্রাঘিমাংশ।
১৫.বরিশাল বিভাগের সীমারেখা কী?
-উত্তরে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে লক্ষীপুর ও নোয়াখালী জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা।

এক নজরে বরিশাল বিভাগ
জেলা – গঠন
বরিশাল – ১৭৯৭
পটুয়াখালী – ১ জানু. ১৯৬৯
বরগুনা – ২৮ ফেব্রু. ১৯৮৪
ভোলা – ১৯৮৪
ঝালকাঠি – ১৯৮৪
পিরোজপুর – ১৯৮৪
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1372 Views
    by apple
    0 Replies 
    2205 Views
    by romen
    0 Replies 
    2472 Views
    by romen
    0 Replies 
    1798 Views
    by romen
    0 Replies 
    1596 Views
    by raja

    ১.দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের –ভিত্তি ২. […]

    ১৬.বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্ম[…]

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রশাসন ব[…]

    প্রকৃত নামঃ গন্ধর্ব নারায়ন মিত্র জন্মঃ ১০ এপ্রিল[…]