Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4757
খুলনা বিভাগ
১.খুলনা বিভাগের প্রতিষ্ঠা কবে?
-১ অক্টোবর ১৯৬০ সালে।
২.খুলনা বিভাগের আয়তন কত?
-২২,২৮৪ বর্গ কিমি।
৩.খুলনা বিভাগের জনসংখ্যা কত?
-১,৬৩,০৯,৩০৪ জন।
৫.খুলনা বিভাগের জেলা কতটি?
-১০টি।
৬.খুলনা বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি?
-খুলনা।
৭.খুলনা বিভাগের আয়তনে ও জনসংখ্যা ক্ষুদ্রতম জেলা কোনটি?
-মেহেরপুর।
৮.খুলনা বিভাগের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি?
-চুয়াডাঙ্গা।
৯.খুলনা বিভাগের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম?
-বাগেরহাট।
১০.খুলনা বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন জেলায়?
-কুষ্টিয়া।
১১.খুলনা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন জেলায়?
-বাগেরহাট।
১২.খুলনা বিভাগের স্বাক্ষরতার হার বেশি কোন জেলায়?
-নড়াইল।
১৩.খুলনা বিভাগের স্বাক্ষরতার হার কম কোন জেলায়?
-চুয়াডাঙ্গা।
১৪.খুলনা বিভাগের দ্রারিদ্রতার হার কত?
-৩২.১%।
১৫.খুলনা বিভাগের অবস্থান কি?
-২১॰৬০’ থেকে ২৪॰১৩ উত্তর অক্ষাংশ এবং ৮৮॰৩৪ থেকে ৮৯॰৫৮ পূর্ব দ্রাঘিমাংশ।
১৬.খুলনা বিভাগের সীমারেখা কী?
-উত্তরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন, পূর্বে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুর ও বরগুনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।

এক নজরে খুলনা বিভাগ
জেলা – গঠন
যশোর – ১৭৮১
খুলনা – ২৫ এপ্রিল ১৮৮২
কুষ্টিয়া – ১৯৪৭
চুয়াডাঙ্গা – ১৬ ফ্রে. ১৯৮৪
বাগেরহাট – ২৩ ফ্রে. ১৯৮৪
ঝিনাইদহ – ২৩ ফ্রে. ১৯৮৪
মেহেরপুর – ২৪ ফেব্রু. ১৯৮৪
সাতক্ষীরা – ২৫ ফেব্র. ১৯৮৪
নড়াইল – ১ মার্চ ১৯৮৪
মাগুরা – ১ মার্চ ১৯৮৪
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]