Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4752
১.বাংলাদেশের অর্থবছর হলো –
-জুলাই-জুন
২.সিকিউরিটি প্রিন্টিং প্রেস থকে প্রথম ছাপানো নোট কোনটি?
-১০ টাকার নোট
৩.বাংলাদেশ ব্যাংক কর্তৃক কবে ২ টাকার ধাতব মুদ্রা চালু করা হয়?
-২০০৪ সালে
৪.ব্যাংক নোট নয় কোনটি?
-১, ২ ও ৫ টাকার নোট
৫.কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি?
-মুদ্রামান সংরক্ষণ
৬.ঋণের শেষ আশ্রয়স্থল কোনটি?
-কেন্দ্রীয় ব্যাংক
৭.ব্যাংকের তারল্য যোগ্যতা বলতে কি বোঝায়?
-চাহিবামাত্র আর্থিক দাবি পূরণ
৮.দেশে ৫ টাকার ধাতব নোট ছাড়া হয় কবে?
-১ অক্টোবর ১৯৯৫ সালে
৯.বাংলাদেশের নতুন নোট চালু করার ক্ষমতা আছে –
-বাংলাদেশ ব্যাংকের
১০.সরকারি নোট প্রচলন করে কে?
-অর্থ মন্ত্রণালয়
১১.বাংলাদেশে কতটি স্টক এক্সচেঞ্জ আছে?
-২টি
১২.নিচের কোনটি বাণিজ্যিকভাবে ব্যাংকের কাজ নয়?
-নোট ইস্যু করা
১৩.বাণিজ্যেক ব্যাংকের অধিকাংশ ঋণ –
-স্বল্পমেয়াদি
১৪.বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কী?
-ঋণ গ্রহণ
১৫.হুন্ডি কী?
-হস্তান্তরযোগ্য ঋণ দলিল
১৬.উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন –
-লর্ড ক্যানিং
১৭.ব্যাংক নোট প্রচলন করে কে?
-কেন্দ্রীয় ব্যাংক
১৮.বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রদানে প্রধান ভূমিকা পালন করে –
-গ্রামীণ ব্যাংক
১৯.গ্রামীণ ব্যাংক এর জনক কে?
-ড. মোহাম্মদ শহীদুল্লাহ
২০.বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি?
-ব্যাংক অব ভেনিস
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]