Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4750
১.বাংলাদেশের নদীর সংখ্যা কত?
-৩১০টি
২.সুরমা ও কুশিয়ারা কোন নদীর বিভক্তির ফলে উৎপন্ন হয়?
-বরাক
৩.ফেনী নদীর উৎপত্তিস্থল কোথায়?
-পার্বত্য-ত্রিপুরা
৪.পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম কী?
-মেঘনা
৫.ব্রহ্মপুত্র নদের ভারতীয় আসাম অংশের নাম কী?
-ডিহি
৬.নিচের কোন জেলা নদীর তীরে অবস্থিত নয়?
-নোয়াখালী
৭.কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
-পদ্মা
৮.উত্তর-পশ্চিম দিক থেকে আগত পদ্মার উপনদী কোনটি?
-মহানন্দা
৯.শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েঠে –
-ব্রহ্মপুত্র থেকে
১০.বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাধ দিয়ে তৈরি করা হয়েছে?
-কর্ণফুলী
১১.বাংলাদেশের সবচেয়ে বেশি নাব্য নদী কোনটি?
-পদ্মা
১২.জি-কে প্রকল্পে পদ্মা নদীর পানি কোনটির মাধ্যমে সেচ দেয়া হয়?
-গড়াই
১৩.হাতিয়া ও নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
-মেঘনা
১৪.যমুনা নদীর উপনদী?
-আত্রাই
১৫.মেঘনা ও পুরাতন ব্রহ্মপুত্র কোথায় মিলিত হয়েছে?
-ভৈরববাজার
১৬.পানিবিদ্যুৎ মেঘনা কোন নদীতে বাধ দিয়ে করা হয়েছে?
-কর্ণফুলী
১৭.কোন নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে?
-কুলিখ
১৮.ঘো্ড়াশাল কোননদীর তীরে অবস্থিত?
-শীতলক্ষ্যা
১৯.তিব্বতের মানস সরবর থেকে উৎপন্ন হয়েছে কোন নদী?
-ব্রহ্মপুত্র
২০.যমুনা নদীর তীরবর্তী শহর কোনটি?
-সিরাজগঞ্জ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    157 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    663 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]