Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4739
এস এম সুলতান
১.এসএম সুলতান কবে জন্মগ্রহন করেন?
-১০ আগস্ট ১৯২৩ সালে।
২.শিশুস্বর্গ ও চারুপীঠ কে প্রতিষ্ঠা করেন?
-এসএম সুলতান।
৩.নন্দন কানন কে কোথায় প্রতিষ্ঠা করেন?
-এস এম সুলতান, নড়াইলে।
৪.তার উল্লেখযোগ্য চিত্রশিল্প কি?
-হত্যাযজ্ঞ, চর দখল।
৫.তিনি কবে মৃত্যুবরণ করেন?
-১০ অক্টোবর ১৯৯৪ সালে।
৬.এসএম সুলতান এর পিতৃদত্ত নাম কী?
-লালমিয়া।
৭.এসএম সুলতান এর প্রথম একক চিত্র প্রদর্শনী কবে কোথায় অনুষ্ঠিত হয়?
-১৯৪৬ সালে, ভারতের সিমলায়।
৮.এসএম সুলতান কত সালে স্বাধীনতা পুরস্কার পান?
-১৯৯৩ সালে।
৯.এসএম সুলতানকে কোন বিশ্ববিদ্যালয় ম্যান অব এশিয়া পদকে ভূষিত করেন?
-ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

বৈজ্ঞানিক
জগদীশচন্দ্র বসু
১.জগদীশচন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেন?
-৩০ নভেম্বর ১৮৫৮ সালে।
২.তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
-রাঢ়ি খাল, মুন্সিগঞ্জ।
৩.তার আবিষ্কৃত বেতার যন্ত্রটির নাম কী?
-ক্রিস্ট্যাল রিসিভার।
৪.উদ্ভিদের প্রাণের অস্তিত্ব আবিষ্কার করেন কে?
-জগদীশচন্দ্র বসু।
৫.জগদীশচন্দ্র বসু ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি পান কবে?
-১৯১৫ সালে।
৬.জগদীশচন্দ্র বসু ব্রিটিশ সরকার কর্তৃক সিএসই উপাধি পান কত সালে?
-১৯১৯ সালে।
৭.তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধাবলির সংকলিত গ্রন্থের নাম কী?
-অব্যক্ত।
৮.অদৃশ্য-আলোকের ধর্ম কে আবিষ্কার করেন?
-জগদীশচন্দ্র বসু।
৯.তিনি প্রথম কোন বিষয়ে অধ্যয়ন করেন?
-চিকিৎসাক্ষেত্র।
১০.তিনি কত সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি উপাধি পান?
-১৮৯৬ সালে।
১১.তিনি কত সালে বসু মন্দির নির্মাণ করেন?
-১৯১৭ সালে।
১২.জগদীশচন্দ্র বসু কত সালে মারা যান?
-২৩ নভেম্বর ১৯৩৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    16 Views
    by apple
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]