Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4720
চিত্রশিল্পী
শিল্পাচার্য জয়নুল আবেদিন
১.শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে জন্মগ্রহণ করেন?
-২৯ ডিসেম্বর ১৯১৪ সালে।
২.তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
-কিশোরগঞ্জ।
৩.বাঙালিদের উপর ১৯৭১ সালের পাকিস্তানের কুশাসনের পরিপ্রেক্ষিতে তিনি কোন উপাধি বর্জন করেন?
-হেলালে ইমতিয়াজ।
৪.ভারতের কোন বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করেন?
-দিল্লি বিশ্ববিদ্যালয়।
৫.ঢাকা আর্ট ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন?
-জয়নুল আবেদিন।
৬.১৯৪৩-এর দুর্ভিক্ষ নিয়ে জয়নুল আবেদিনের চিত্রশিল্পটির নাম কী?
-দুর্ভিক্ষের রেখাচিত্র।
৭.সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন?
-জয়নুল আবেদিন।
৮.মনপুরা -৭০ কী?
-জয়নুল আবেদিনের চিত্রকর্ম।
৯.জয়নুল আবেদিন কবে মৃত্যুবরণ করেন?
-২৮ মে ১৯৭৬ সালে।
১০.জয়নুল আবেদিন কোন যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন?
-ফিলিস্তিন।

কামরুল হাসান
১.চিত্রশিল্পী কামরুল হাসান কবে জন্মগ্রহণ করেন?
-২ ডিসেম্বর ১৯২১ সালে।
২.তার প্রকৃত নাম কী?
-আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
৩.তার পৈতৃক নিবাস কোথায়?
-নারেঙ্গা গ্রাম, বর্ধমান।
৪.তিনি কবে জয়নুল আবেদিনের সাথে মিলিত হয়ে ঢাকায় একটি আর্ট কলেজ প্রতিষ্ঠা করেন?
-১৯৪৮ সালে।
৫.ঢাকায় চিত্রকলা চর্চা ও প্রসারের লক্ষ্যে তিনি কবে আর্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন?
-১৯৫০ সালে।
৬.এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটির ক্যাপসন কোন চিত্রশিল্পীর?
-কামরুল হাসান।
৭.তিন কন্যা কার চিত্রকর্ম?
-কামরুল হাসান।
৮.তিনি কবে দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে স্কেচ আকেন?
-২ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে।
৯.তার তিনকন্যা ও নাইওর চিত্রকর্ম অবলম্বনে কোন কোন দেশ দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে?
-যুগোস্লাভ সরকার ও বাংলাদেশ সরকার।
১০.তিনি কবে মৃত্যুবরণ করেন?
-২ ডিসেম্বর ১৯৮৮ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]