Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4715
চট্টগ্রাম বিভাগ
১.চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠা কবে?
-১৮২৯ সালে।
২.চট্টগ্রাম বিভাগের আয়তন কত?
-৩৩,৯০৯ বর্গ কিলোমিটার।
৩.চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা কত?
-২,৯৫,৫৩,৮৫৭ জন।
৪.চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
-১.৬৩%।
৫.চট্টগ্রাম বিভাগের নারী পুরুষের অনুপাত কত?
-১০০: ৯৬।
৬.চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
-৮৩৮ জন।
৭.চট্টগ্রাম বিভাগের স্বাক্ষরতার হার কত?
-৫২.৭%।
৮.চট্টগ্রাম বিভাগের জেলা কতটি?
-১১টি।
৯.চট্টগ্রাম বিভাগের উপজেলার সংখ্যা কতটি?
-১০৩টি।
১০.চট্টগ্রাম বিভাগের পৌরসভার সংখ্যা কত?
-৬৪টি।
১১.চট্টগ্রাম বিভাগের ইউনিয়নের সংখ্যা কত?
-৯৪৭টি।
১২.চট্টগ্রাম বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি?
-রাঙামাটি।
১৩.চট্টগ্রাম বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি?
-ফেনী।
১৪.চট্টগ্রাম বিভাগের জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি?
-চট্টগ্রাম।
১৫.চট্টগ্রাম বিভাগের জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
-বান্দরবান।
১৬.চট্টগ্রাম বিভাগের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি?
-বান্দরবান।
১৭.চট্টগ্রাম বিভাগের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম?
-চাঁদপুর।
১৮.চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন জেলায়?
-কুমিল্লা।
১৯.চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন জেলায়?
-বান্দরবান।
২০.চট্টগ্রাম স্বাক্ষরতার হার কম কোন জেলায়?
-বান্দরবান।
২১.চট্টগ্রাম বিভাগের স্বাক্ষরতার হার বেশি কোন জেলায়?
-ফেনী।
২২.চট্টগ্রাম বিভাগের দারিদ্রের হার কত?
-২৬.২%।

একনজরে চট্টগ্রাম বিভাগ
জেলা – গঠন
চট্টগ্রাম – ১৬৬৬
কুমিল্লা – ১৭৯০
নোয়াখালী – ১৮২১
রাঙামাটি – ২০ জুন ১৮৬০
বান্দরবান – ১৮ এপ্রিল ১৯৮১
খাগড়াছড়ি – ৭ নভেম্বর ১৯৮৩
বি.বাড়িয়া – ১৫ ফেব্র. ১৯৮৪
চাঁদপুর – ১৫ ফ্রে. ১৯৮৪
লক্ষীপুর – ২৮ ফ্রেব্রু ১৯৮৪
কক্সবাজার – ১৯৮৪
ফেনী – ১৯৮৪
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]