Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4714
১.DPT এর পূর্ণরূপ কী?
-Diptheria-Pertussis-Tetanus.
২.OPV এর পূর্ণরূপ কী?
-Oral Polio Vaccine.
৩.TT এর পূর্ণরূপ কী?
-Tetanus Toxoid.
৪.প্রথম পোলিও টিকা কবে আবিষ্কৃত হয়?
-১৯৫২ সালে।
৫.মুখে খাওয়ার পোলিও টিকা কবে আবিষ্কৃত হয়?
-১৯৬২ সালে।
৬.দেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?
-জীবনতরী।
৭.জীবনতরীর মূল লক্ষ্য কী?
-প্রতিবন্ধীদের চিকিৎসা প্রদান।
৮.জীবনতরী কবে কোথা থেকে যাত্রা শুরু করে?
-১০ এপ্রিল ১৯৯৯।
৯.দেশের দ্বিতীয় ভাসমান হাসপাতাল কোনটি?
-লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল।
১০.লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল কবে যাত্রা শুরু করে?
-২০০১ সালে।
১১.লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল এর মূল লক্ষ্য কী?
-চর ও নদী তীরবর্তী এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান।
১২.দেশের তৃতীয় ভাসমান হাসপাতাল কোনটি?
-এমরেটস ভাসমান ফ্রেন্ডশিপ হাসপাতাল।
১৩.এমিরেটস ভাসমান ফ্রেন্ডশিপ হাসপাতাল যাত্রা শুরু করে কবে?
-২০০৮ সালে।
১৪.বীরশ্রেষ্ঠ ভ্রাম্যমান হাসপাতার এর মূল লক্ষ্য কী?
-প্রত্যন্ত এলাকায় গিয়ে গরিব লোকদের স্বাস্থ্যসেবা প্রদান করা।
১৫.অরবিস ইন্টারন্যাশনাল কী?
-বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল।
১৬.অরবিস ইন্টারন্যাশনাল এর মূল লক্ষ্য কী?
-অন্ধত্ব প্রতিরোধ ও চোখের রোগের চিকিৎসা প্রধান।
১৭.অরবিস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠা কবে?
-১৯৮২ সালে।
১৮.অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশে কবে অফিস খোলে?
-১৯৯৯ সালে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
১.শিক্ষা ও গবেষণার জন্য দেশের প্রথম চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নাম কী?
-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (MSMMU).
২.MSMMU এর প্রতিষ্ঠা কবে?
-১৯৯৮ সালে।
৩.IPGMR এর প্রতিষ্ঠা কবে?
-১৯৬৫ সালে।
৪. MSMMU এর অবস্থান কোথায়?
-শাহবাগ, ঢাকা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2316 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1994 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2165 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1425 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1293 Views
    by shanta

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]