Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4700
মুহম্মদ আতাউল গণি ওসমানী
১.আতাউল গণি ওসমানী কত সালে জন্মগ্রহণ করেন?
-১ সেপ্টেম্বর ১৯১৮ সালে।
২.তিনি কবে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন?
-১৯৩৯ সালে।
৩.বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে?
-মুহম্মদ আতাউল গণি ওসমানী।
৪.আতাউল গণি ওসমানী কবে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন?
-১৬ ফেব্রুয়ারি ১৯৬৭ সালে।
৫.তিনি কবে বাংলাদেশের প্রথম সরকারের প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন?
-১৭ এপ্রিল ১৯৭১ সালে।
৬.মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবে তাকে জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়?
-১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।
৭.তিনি কবে দ্বিতীয়বারের মতো সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন?
-৭ এপ্রিল ১৯৭২ সালে।
৮.প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের ইপিআর এ নিয়োগের ব্যবস্থা করেন কে?
-মহম্মদ আতাউল গণি ওসমানী।
৯.আতাউল গণি ওসমানী কি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন?
-জাতীয় জনতা পার্টি।
১০.তিনি কবে মৃত্যুবরণ করেন?
-১৬ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে।

শেখ হাসিনা
১.শেখ হাসিনা কত সালে জন্মগ্রহণ করেন?
-২৮ সেপ্টেম্বর ১৯৪৭ সালে।
২.তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
-টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
৩.তার পিতার নাম কী?
-শেখ মুজিবুর রহমান।
৪.তার মাতার নাম কী?
-শেখ ফজিলাতুন্নেছা।
৫.তার স্বামীর নাম কী?
-এমএ ওয়াজেদ মিয়া।
৬.শেখ হাসিনার সন্তান কত জন?
-২ জন।
৭. তার দুই সন্তানের নাম কী কী?
-সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল।
৮.জাতীয় সংসদের প্রথম নারী বিরোধী দলীয় নেতা কে?
-শেখ হাসিনা।
৯.বাংলাদেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?
-শেখ হাসিনা।
১০.শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?
-৭ বার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]