Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4689
১.পরিসংখ্যান বিভাগ পুনরায় চালু করা হয় কবে?
-২১ এপ্রিল ২০১০ সালে।
২.পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ করা হয় কত সালে?
-১ মার্চ ২০১২ সালে।
৩.পরিকল্পনা কমিশন কবে গঠন করা হয়?
-১৯৭২ সালে।
৪.জাতীয় পরিকল্পনা বিভাগ ও উন্নয়ন একাডেমি প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু করে কবে?
-১৯৮০ সালে।
৫.কবে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিকে স্থায়ী প্রতিষ্ঠানের মর্যাদা দেয়া হয়?
-৩ ফেব্রুয়ারি ১৯৮৫ সালে।
৬.NAPD এর পূর্ণরূপ কী?
-National Academy for Planning and Development.
৭. NAPD এর অবস্থান কোথায়?
-নীলক্ষেত, ঢাকা।
৮.ভূমি মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
-Ministry of Land.
৯.কিভাবে ভূমি আপিল বোর্ড প্রতিষ্ঠা করা হয়?
-১৯৮৯ সালে।
১০.ভূমি আপিল বোর্ড কিভাবে গঠিত হয়?
-১ জন চেয়ারম্যান ও ২ জন সদস্যের সমন্বয়ে।
১১.ভূমি আপিল বোডৃ এর কাজ কোন প্রকৃতির?
-কোয়াশী জুডশিয়াল প্রকৃতির।
১২.ভূমি আপিল বোর্ড এর অবস্থান কোথায়?
-সেগুনবাগিচা, ঢাকা।
১৩.বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এর প্রতিষ্ঠা কবে?
-১৯৯৫ সালে।
১৪.পার্বত্য চট্টগ্রামভিত্তিক মন্ত্রণালয় কবে গঠিত হয়?
-১৫ জুলাই ১৯৯৮ সালে।
১৫.পার্বত্য শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-২ ডিসেম্বর ১৯৯৭ সালে।
১৬.পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠন করা হয় কখন?
-২৭ মে ১৯৯৮ সালে।
১৭.পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রধান কে?
-চেয়ারম্যান।
১৮.ধর্মবিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়?
-২৫ জানুয়ারি ১৯৮০ সালে।
১৯.ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে কবে বর্তমানে নামকরণ করা হয়?
-১৪ জানুয়ারি ১৯৮৫ সালে।
২০.মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়?
-২৩ অক্টোবর ২০১১ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6164 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3079 Views
    by raja
    0 Replies 
    2755 Views
    by apple
    0 Replies 
    3571 Views
    by romen
    0 Replies 
    4439 Views
    by romen

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]