Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4686
জিয়াউর রহমান
১.শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কবে কোথায় জন্মগ্রহণ করেন?
-১৯ জানুয়ারি ১৯৩৬ সালে, বাগবাড়ি, গাবতলী, বগুড়া।
২.শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ডাক নাম কী?
-কমল।
৩.শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর পিতার নাম কী?
-মনসুর রহমান।
৪.শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর মাতার নাম কী?
-জাহানারা খাতুন।
৫.তিনি কবে করাচির ডি.জে কলেজে ভর্তি হন?
-১৯৫৩ সালে।
৬.তিনি কবে খাইবার পাখতুনখাওয়া কাকুল মিলিটারি একাডেমীতে অফিসার পদে যোগ দেন?
-১৯৫৩ সালে।
৭.তিনি কখন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন?
-১৯৫৫ সালে।
৮.তাকে কবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এ বদলি কর হয়?
-১৯৫৭ সালে।
৯.তিনি কবে লেফট্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়ে সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন?
-২৫ আগস্ট ১৯৭৫ সালে।
১০.উনিশ দফা কর্মসূচির প্রবর্তক কে?
-জিয়াউর রহমান।
১১.সার্ক প্রতিষ্ঠার উদ্যোক্তা কে?
-জিয়াউর রহমান।
১২.বাংলাদেশের জনগণের ভোটে সরাসরি নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে?
-জিয়াউর রহমান।
১৩.কবে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে সেনাবাহিনী থেকে অপসরণ ও গৃহবন্দী করা হয়?
-৩ নভেম্বর ১৯৭৫ সালে।
১৪.তিনি কবে কোন বিপ্লবের মাধ্যমে স্বপদে পুনর্বহাল হন?
-৭ নভেম্বর ১৯৭৫ সালে, সিপাহী বিপ্লব।
১৫.তিনি কবে প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন?
-২৯ নভেম্বর ১৯৭৬ সালে।
১৬.তিনি কবে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
-২১ এপ্রিল ১৯৭৭।
১৭.তিনি কবে গ্রাম সরকার প্রবর্তন করেন?
-ফেব্রুয়ারি ১৯৮০ সালে।
১৮.বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্রিগেড কোনটি?
-জেড ফোর্স।
১৯.তিনি কবে স্বনির্ভর গ্রাম সরকার উদ্বোধন করেন?
-১৯ ফেব্রুয়ারি ১৯৮০ সালে।
২০.বাংলাদেশ যৌতুক প্রথা আইন পাস হয় কবে?
-১২ ডিসেম্বর ১৯৮০ সালে।
২১.২০০৪ সালে প্রথম সার্ক পদক লাভ করেন কে?
-শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
২২.তিনি কত সালে শহীদ হন?
-৩০ মে ১৯৮১ সালে।
২৩.তাকে কত সালে মরণোত্তর পুরস্কার প্রদান করা হয়?
-২০০৩ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    237 Views
    by raihan
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]