Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4668
১.সর্বপ্রথম কে মৌল আর্সেনিক আবিষ্কার করেন?
-জার্মানির আলবার্টাস ম্যাগনাম।
২.বাংলাদেশ প্রথম কোথায় আর্সেনিক শনাক্ত করে?
-চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়াতে।
৩.আর্সেনিকের বর্ণ কেমন?
-সাদা পাউডারের মতো।
৪.আর্সেনিকের দুটি বিষাক্ত যৌগ কী কী?
-আর্সেনাইট ও আর্সেনেট।
৫.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত পানিতে সর্বোচ্চ মাত্রার সহনীয় আর্সেনিকের মাত্র কত?
-০.০১ মিলিগ্রাম।
৬.ব্ল্যাক ফুট কী?
-আর্সেনিক আক্রান্ত মানবদেহে প্রদাহ সৃষ্টিকারী এক ধরনের রোগ।
৭.আর্সেনিকের প্রতীক কী?
-As.
৮.আর্সেনিকের পারমানবিক সংখ্যা কত?
-৩৩।
৯.সার্স কী?
-এক ধরনের নিউমোনিয়া রোগ।
১০.সার্স রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারনে?
-করোনা।
১১.বিশ্বে প্রথম কোথায় সার্স রোগের অস্তিত্ব পাওয়া যায়?
-গুয়াংডং।
১২.দেশের প্রথম কালাজ্বর হাসপাতাল ও ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত?
-ময়মনসিংহ।
১৩.আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ কোথায় অবস্থিত?
-ঢাকা সেনানিবাস।
১৪.বাংলাদেশে কতটি পরমাণু চিকিৎসাকেন্দ্র আছে?
-১৫টি।
১৫.কোন বাহিনী কর্তৃক আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ পরিচালিত হয়?
-সশস্ত্র বাহিনী।
১৬.বাংলাদেশে পরমানু চিকিৎসাকেন্দ্রগুলো পরিচালনা করে কোন সংস্থা?
-বাংলাদেশ পরমানু শক্তি কমিশন।
১৭.কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত?
-ঢাকার মহাখালীতে।
১৮.EPI কী?
-সম্প্রসারিত টিকাদান কর্মসূচি।
১৯.জাতীয় শিশুনীতি গৃহীত হয় কবে?
-১৯৯৪ সালে।
২০.শিশু অধিকার দশকের সময়কাল কত ছিল?
-২০০১-২০১০ সাল।
২১.গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয় কবে?
-১৯৭৬ সালে।
২২.BGG এর পূর্ণরূপ কী?
-Bacille Calmette-Guerin.
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  305 Views
  by zahangir
  0 Replies 
  230 Views
  by zahangir
  0 Replies 
  241 Views
  by zahangir
  0 Replies 
  302 Views
  by zahangir
  0 Replies 
  209 Views
  by zahangir

  কাতারে ন্যূনতম মাসিক মজুরি ২৩,০০০ টাকা আইন পরিবর্[…]

  কাফালা প্রথা বাতিল সৌদি আরবে ৭০ বছর ধরে বিদেশি শ্[…]

  ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন বাংলাদেশের স্বাধী[…]

  স্বাধীনতা সড়ক চালু ১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্র[…]