Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4655
১.বাংলাদেশে সর্বশেষ গুটিবসন্ত কোথায় দেখা যায়?
-১৯৭৫ সালের ১৬ অক্টোবর, ভোলাতে।
২.জাতীয় এইডস কমিটি গঠিত হয় কবে?
-১৯৮৫ সালে।
৩.প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
-ঢাকার আগারগাঁয়ে।
৪. প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৬০ সালে।
৫.জনসংখ্যা নিয়ন্ত্রণে জাতীয় স্লোগান কী?
-দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।
৬.স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন কতটি?
-১৩টি।
৭.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
-ভিটামিন এ।
৮.ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
-স্কার্ভি।
৯.ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়?
-রিকেট।
১০.বাংলাদেশের কোন জেলার চালে মাত্রাতিরিক্ত আর্সেনিক আছে?
-ফরিদপুর জেলা।
১২.বাংলাদেশে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কয়টি?
-১টি।
১৩.প্রথম জাতীয় টিকা দিবস কবে পালন করা হয়?
-১৬ মার্চ ১৯৯৫ ও ১৬ এপ্রিল ১৯৯৬।
১৪.খাবার স্যালাইন উৎপাদনে দেশে কতটি স্থাপনা রয়েছে?
-৫টি।
১৫.বাংলাদেশে সর্বপ্রথম কবে এইডস শনাক্ত করা হয়?
-১৯৮৯ সালে।
১৬.বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি গ্রহণ করে কবে?
-১৯৭৯ সালের ৭ এপ্রিল।
১৭.বিশ্বে সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয় কবে?
-১৯৮১ সালে।
১৮.ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম কী?
-এডিস মশা।
১৯.কোন ভাইরাসের কারনে এইডস রোগ হয়?
-এইচআইভি।
২০.উপমহাদেশে কবে সর্বপ্রথম আর্সেনিক দূষণ ধরা পড়ে?
-১৯৭৮ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    38 Views
    by bdchakriDesk
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]