Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4634
১.বাংলাদেশ সরকার কবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি গ্রহণ করে?
-৭ এপ্রিল ১৯৭৯ সালে।
২. বাংলাদেশে কখন থেকে জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরু করা হয়?
-১৯৮৫ সাল থেকে।
৩.বাঘা মশার জীবাণু কোনটি?
-এডিস এলিপকপটাস।
৪.স্পিরুলিনা কী?
-শৈবাল জাতীয় এক প্রকার খাদ্য ও ওষুধ।
৫.স্পিরুলিনার আবিষ্কারক কে?
-ড. ফ্লোরা মজিদ।
৬.ডায়াবেটিস সচেতনতা দিবস কবে পালিত হয়?
-২৮ ফেব্রুয়ারি।
৭.জাতীয় স্যানিটেশন মাস কোনটি?
-অক্টোবর।
৮.বাংলাদেশ কত সালে পরিবার-পরিকল্পনা কমসূচি গ্রহণ করে?
-১৯৭৬ সালে।
৯.বাংলাদেশকে জলবসন্তমুক্ত ঘোষণা করা হয় কবে?
-১৯৭৬ সালে।
১০.দেশে জাতীয় টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয় কবে?
-১৯৯৫ সালে।
১১.মা ও শিশু স্বাস্থ্য পক্ষ পালন শুরু হয় কখন?
-১৯৯৪ সালে।
১২.বিশ্ব মাতৃদুগ্ধ দিবস কোন তারিখে পালিত হয়?
-১ আগস্ট।
১৩.বাংলাদেশকে কত সালে ২০০০ সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করে?
-১৯৮১ সালে।
১৪.সবুজ ছাতা প্রতীকের ব্যবহার শুরু হয় কখন?
-১৯৯৮ সালে।
১৫.ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম কী?
-পরিবার কল্যাণ কেন্দ্র।
১৬.দেশের মানসিক ব্যাধি হাসপাতাল কোথায় অবস্থিত?
-পাবনার হেমায়েতপুরে।
১৭.দেশের কৃত্রিম পা সংযোজন কেন্দ্র কখন চালু হয়?
-১৯৯৩ সালের জুলাই মাসে।
১৮.বিনা অপারেশনে কিডনি ও গলব্লাডার স্টোন অপসারণের যন্ত্রের নাম কী?
-লিথোস্টার প্লাস।
১৯.বাংলাদেশের খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
২০.বাংলাদেশে সরকারি ডেন্টাল ইউনিট কতটি?
-৩৮টি।
২১.বাংলাদেশের একমাত্র ডেন্টাল কলেজের নাম কী?
-ঢাকা ডেন্টাল কলেজ।
২২.ঢাকা ডেন্টাল কলেজের প্রতিষ্ঠা কবে?
-১৯৬১ সালে।
২৩.বাংলাদেশের সরকারি ডেন্টাল ইউনিট কতটি?
-৯টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    35 Views
    by bdchakriDesk
    0 Replies 
    28 Views
    by bdchakriDesk
    0 Replies 
    21 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]