Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4631
১.মন্ত্রণালয় কী?
-সরকারের নীতি নির্ধারণ এবং ঐ নীতিগুলো কাযকরণ ও সমীক্ষরণের বিষয়ে দায়বদ্ধ রাষ্ট্রপতি দ্বারা নির্ধারিত প্রশাসনিক ইউনিট।
২.বাংলাদেশে মোট মন্ত্রণালয়ের সংখ্যা কতটি?
-৪১টি।
৩.মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?
-মন্ত্রী।
৪.সচিব বলতে কি বোঝায়?
-কোন মন্ত্রণালয় বা তার বিভাগগুলোর প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে সচিব বলে।
৫.সচিব কার অধীনে কাজ করেন?
-মন্ত্রীর।
৬.মন্ত্রনালয়ের বিভাগগুলোর প্রশাসনিক দায়িত্ব কার?
-যুগ্মসচিবের।
৭.মন্ত্রণালয়ের শাখাগুলোর প্রশাসনিক দায়িত্ব কার?
-উপ-সচিবের।
৮.সেকশন অফিসারগণ কার অধীনে কাজ করেন?
-সচিবের।
৯.মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
-সচিব।
১০.জনপ্রশাসনের সিনিয়র সচিব নামে পদ সৃষ্টি করা হয় কবে?
-৯ জানুয়ারি ২০১২।
১১.বাংলাদেশ সচিবালয় প্রথমে কোন বিল্ডিংয়ে যাত্রা শুরু করে?
-ইডেন বিল্ডিং।
১২.রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩ (১) এর ক্ষমতা বলে মন্ত্রণালয় গঠন করেন কে?
-প্রধানমন্ত্রী।
১৩.জনপ্রশাসন মন্ত্রণালয় এর পূর্ব নাম কী?
-সংস্থাপন মন্ত্রণালয়।
১৪.সংস্থাপন বিভাগ গঠন করা হয়েছিল কবে?
-১৯৭২ সালে।
১৫.সংস্থাপন বিভাগকে কবে সংস্থাপন মন্ত্রণালয়ে পরিণত করা হয়?
-১৯৮২ সালে।
১৬.সংস্থাপণ মন্ত্রণালয়ের নাম কবে জনপ্রশাসন মন্ত্রণালয় করা হয়?
-২৮ এপ্রিল ২০১১।
১৭.বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষন কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়?
-২৮ এপ্রিল ২০১১ সালে।
১৮.রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হয় কবে?
-১৯৫৬ সালে।
১৯.রাজউকের প্রধানের পদবি কী?
-চেয়ারম্যান।
২০.রাজউকের সদর দপ্তর কোথায়?
-ঢাকার মতিঝিল-দিলকুশা এলাকায়।
২১.গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা হয় কবে?
-১৯৭২ সালে।
২২.চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হয় কবে?
-১৯৫৯ সালে।
২৩.রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হয় কবে?
-১৯৭৬ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    510 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]