Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4630
১.বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
-Ministry of Finance.
২.অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কতটি?
-৪ টি।
৩.বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কী?
-ক্যাপ্টেন এম. মনসুর আলী।
৪.অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?
-২১ এপ্রিল ১৯৭৯।
৫.অর্থ বিভাগের ইংরেজি নাম কী?
-Finance Division.
৬.অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ইংরেজি নাম কী?
-Internal Resource Division.
৭.জাতীয় রাজস্ব বোর্ড কিভাবে প্রতিষ্ঠা করা হয়?
-১৯৭২ সালের ৭৬ নং প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে।
৮.NBR এর পূর্নরূপ কী?
-National Bord of Revenue.
৯.সিজিএ কবে করা হয়?
-১৯৮৫ সালে।
১০.DNS এর পূর্ণরূপ কী?
-Directorate of National Savings.
১১.বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগ আসে কোন খাতে?
-কৃষিখাত।
১২.বাংলাদেশ কত সালে মুক্তবাজার অর্থনীতি চালু করে?
-১৯৯১ সালে।
১৩.বাংলাদেশের অর্থনীতি কোন প্রকৃতির?
-মিশ্র প্রকৃতির।
১৪.অর্থের মূল্য বলতে কি বোঝায়?
-অর্থের ক্রয় ক্ষমতা।
১৫.দ্রব্যের বিনিময় মূল্যকে অর্থ এর মাধ্যমে প্রকাশ করা হলে তাকে কী বলে?
-দাম।
১৬.দামের পরিবর্তন হলেও যোগানের কোনোরূপ পরিবর্তন না হলে তাকে কি বলে?
-শূন্য স্থিতিস্থাপকতা।
১৭.অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়?
-একটি দ্রব্য, তার ক্রেতা-বিক্রেতা এবং তার মূল্য।
১৮.বাংলাদেশ সরকার কত বছরের কর্মসূচি হিসেবে এডিপি ঘোষণা করে?
-১ বছর।
১৯.ভিজিডি কী?
-দরিদ্র মানুষের খাদ্যের ব্যবস্থা প্রকল্প।
২০.VGD এর পূর্ণরূপ কী?
-Vulnerable Group Development.
২১.কাবিটা কী?
-কাজের বিনিময়ে টাকা।
২২.কাবিখা কী?
-কাজের বিনিময়ে খাদ্য।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]