Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4613
১.বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় কবে?
-৩ আগস্ট ১৯৮৯ সালে।
২.বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর প্রতিষ্ঠাকালীর নাম কী?
-পরিবেশ ও বন মন্ত্রণালয়।
৩.পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড নামকরণ হয় কবে?
-১৯৭৭ সালে।
৪.পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নাম কবে দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তর করা হয়?
-১৯৮৫ সালে।
৫.দূষণ নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাম কবে পরিবেশ অধিদপ্তর করা হয়?
-১৯৮৯ সালে।
৬.বাপা কি?
-বাংলাদেশের পরিবেশ বিষয়ক সংগঠন।
৭.পবা কী?
-পরিবেশ বিষয়ক সংগঠন।
৮.বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৯২ সালে।
৯.বাপা প্রতিষ্ঠা করা হয় কত সালে?
-২০০০ সালে।
১০.প্রকৃতিগতভাবে পরিবেশ দূষণ কত প্রকার?
-৪ প্রকার।
১১.ঢাকা মহানগর টু-স্ট্রোক ইঞ্জিনবিশিষ্ট থ্রি-হুইলার মোটরযান নিষিদ্ধ করা হয় কবে?
-১ জানুয়ারি ২০০৩ সালে।
১২.বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করা হয় কবে?
-১৬ অক্টোবর ২০০১ সালে।
১৩.পরিবেশ আদালত কতটি ও কোথায় অবস্থিত?
-৩টি-ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
১৪.বাংলাদেশে সব ধরনের পলিথিন ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয় কবে?
-১ মার্চ ২০০২।
১৫.ধোয়াটে কুয়াশার বিশেষ উপাদান কী?
-সালফার ডাই অক্সাইড।
১৬.ওজনের রং কী?
-গাঢ় নীল।
১৭.ওজন স্তরের ক্ষয় বলতে কি বোঝায়?
-ওজনের পরিমাণ কমে যাওয়া।
১৮.রেফ্রিজারেটরের সিএফসি কী কাজ করে?
-শীতলীকরণে ভূমিকা পালন করে।
১৯.বাংলাদেশে প্রথম জাথীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কবে?
-১৯৯২ সালে।
২০.বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন কবে করা হয়?
-১৯৯৫ সালে।
২১.পরিবেশ সংরক্ষণ নিরাপত্তা বিধিমালা কবে করা হয়?
-১৯৯৭ সালে।
২২.বায়ুমন্ডলের কোন স্তরে ওজনের বিপুল উপস্থিতি রয়েছে?
-স্ট্রাটোস্ফিয়ার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1816 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1879 Views
    by tamim
    0 Replies 
    1968 Views
    by tamim
    0 Replies 
    1213 Views
    by tamim
    0 Replies 
    917 Views
    by tamim

    ১.দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের –ভিত্তি ২. […]

    ১৬.বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্ম[…]

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রশাসন ব[…]

    প্রকৃত নামঃ গন্ধর্ব নারায়ন মিত্র জন্মঃ ১০ এপ্রিল[…]