Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4612
১.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
-তাজিং ডং, যার অপর নাম ‘বিজয়’।
২.তাজিং ডং কোথায় অবস্থিত?
-রুমা, বান্দরবান।
৩.তাজিং ডং এর উচ্চতা কত?
-১২৩১ মি।
৪.বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
-কেওক্রাডং।
৫.কেওক্রাডং এর উচ্চতা কত?
-১২৩০ মিটার।
৬.প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশী কে?
-মূসা ইবরাহীম।
৭.এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী কে?
-নিশাত মজুমদার।
৮.বাংলাদেশের কোন ব্যক্তি দুবার এভারেস্ট জয় করেন?
-এম এ মুহিত।
৯.সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ী প্রথম বাংলাদেশি কে?
-ওয়াসফিয়া নাজরীন।

বাংলাদেশের উপত্যকা
১.উপত্যকা কি?
-দুই পাহাড়ের মধ্যবর্তী প্রশস্ত সমতল ক্ষেত্র বা অসমতল ঢালু ক্ষেত্রকে উপত্যকা বলে।
২.কাপ্তাই লেকে প্লাবিত রাঙামাটির উপত্যকাকে কি বলা হয়?
-ভেঙ্গি ভ্যালি।
৩.বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত?
-শ্রীমঙ্গল, মৌলভিবাজার।
৪.হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
-খাগড়াছিড়ি।
৫.সাঙ্গু ভ্যালি কোথায় অবস্থিত?
-চট্টগ্রাম।

বাংলাদেশের চর
১.চর কাকে বলে?
-সাধারণত নদীর গতিপ্রবাহে অথবা মোহনায় পলি সঞ্চয়নের েোল গড়ে ওঠা ভূ-ভাগকে চর বলা হয়।
২.দুবলার চর ও পাটনি চর কোথায় অবস্থিত?
-সুন্দরবন।
৩.নির্মল চর কোথায় অবস্থিত?
-রাজশাহী জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]

    KEY RESPONSIBILITIES 1) To share product informa[…]