Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4557
১.প্রতিরক্ষা মন্ত্রণালয় গঠিত হয় কবে?
-১০ এপ্রিল ১৯৭১ সালে।
২.প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
-Ministry of Defence.
৩.বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়?
-২১ নভেম্বর ১৯৭১ সালে।
৪.সশস্ত্র বাহিনী দিবস কবে?
-২১ নভেম্বর।
৫.বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান কে?
-রাষ্ট্রপতি।
৬.সশস্ত্র বাহিনী বিভাগের ইংরেজি নাম কী?
-Armed Forces Division.
৭.সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিষ্ঠাকালীন নাম কী?
-কমান্ডার ইন চিফ’স সেক্রেটারিয়্যাট।
৮. কমান্ডার ইন চিফ’স সেক্রেটারিয়্যাট প্রতিষ্ঠা্ কবে?
-ডিসেম্বর ১৯৭৮।
৯. কমান্ডার ইন চিফ’স সেক্রেটারিয়্যাট কোন মন্ত্রণালয়ের অধীন?
-প্রতিরক্ষা মন্ত্রণালয়।
১০. কমান্ডার ইন চিফ’স সেক্রেটারিয়্যাট নাম পরিবর্তন করে সুপ্রিম কমান্ড হেডকোয়াটার্স করা হয় কবে?
-১০ নভেম্বর ১৯৮৬ সালে।
১১.সুপ্রিম হেড কোয়াটার্সকে কবে সুপ্রিম কোর্ড হেডকোয়াটার্স ডিভিশন নামকরণ করা হয়?
-১৯৮৯ সালে।
১২.বর্তমানে সশস্ত্রবাহিনী বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীন?
-প্রধানমন্ত্রীর কার্যালয়।
১৩.সশস্ত্র বাহিনী বিভাগের সদর দপ্তর কোথায়?
-ঢাকা, সেনানিবাস।
১৪.বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?
-বিজয় সরণি, তেজগাঁও।
১৫.বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রী দেয় হয় কোথা থেকে?
-স্টাফ কলেজ থেকে।
১৬.বিডিপি কবে স্থাপিত হয়?
-১৯৬৭ সালে।
১৭.বিডিপিকে কবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়?
-৩০ নভেম্বর ২০০৭ সালে।
১৮.বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৬০ সালে।
১৯.বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করে কে?
-বাংলাদেশ সেনানিবাস।
২০.বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির অবস্থান কোথায়?
-গাজীপুর সেনানিবাস।
২১.কোন সাল থেকে সশস্ত্রবাহিনীতে নারী নিয়োগ দেয়া শুরু হয়?
-২০০০ সালে।
২২.সোর্ড অব অনার সম্মান প্রদান করা হয় কাকে?
-সশস্ত্র বাহিনীর ক্যাডেটদের।
২৩.বাংলাদেশের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
-তাজউদ্দীন আহমেদ।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  248 Views
  by KOUSHIK2424
  0 Replies 
  176 Views
  by tamim
  0 Replies 
  189 Views
  by ah9368585
  0 Replies 
  164 Views
  by ah9368585
  0 Replies 
  256 Views
  by raju

  কাতারে ন্যূনতম মাসিক মজুরি ২৩,০০০ টাকা আইন পরিবর্[…]

  কাফালা প্রথা বাতিল সৌদি আরবে ৭০ বছর ধরে বিদেশি শ্[…]

  ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন বাংলাদেশের স্বাধী[…]

  স্বাধীনতা সড়ক চালু ১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্র[…]