Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4556
১.বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?
-রাষ্ট্রপতি।
২.বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়াদকাল কত?
-৫ বছর।
৩.বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪.বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
-সৈয়দ নজরুল ইসলাম।
৫.সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি কে?
-লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান।
৬.রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে?
-স্পীকার।
৭.রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করবেন?
-স্পিকারের নিকট।
৮.বাংলাদেশের সংবিধানের ৫০ (২) ধারা মতে, কোনো ব্যক্তি কত মেয়াদের অধিক রাষ্ট্রপতি হতে পারবেন না?
-দুই মেয়াদ।
৯.বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স কত?
-৩৫ বছর।
১০.বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
-জাতীয় সংসদের সদস্যদের ভোটে।
১১.জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
-রাষ্ট্রপতি।
১২.কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই?
-রাষ্ট্রপতির।
১৩.রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির মেয়াদ পালন করবে?
-স্পীকার।
১৪.প্রধানমন্ত্রী কার নিকট পদত্যাগ করেন?
-রাষ্ট্রপতির।
১৫.সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও বঙ্গ করেন কে?
-রাষ্ট্রপতি।
১৬.রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করার কতদিনের মধ্যে পাশ করতে হয়?
-১৫দিন।
১৭.রাষ্ট্রপতি কোন বিল পুনরায় সংশোধনের জন্য পাঠালে তা ফেরত আসার কতদিনের মধ্যে পাস করতে হবে?
-৭দিন।
১৮.রাষ্ট্রপতি কোন বিলে সম্মতি দানে বিলম্ব করতে পারবে না?
-অর্থ বিল।
১৯.বঙ্গভবন কোথায় অবস্থিত?
-দিলকুশা, মতিঝিল, ঢাকা।
২০.রাষ্ট্রপতির কার্যালয় ও সরকারি বাসভবনের নাম কী?
-বঙ্গভবন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]