Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4541
১.বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কবে গঠিত হয়?
-১৪ আগস্ট ১৯৯৩ সালে।
২.বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে কবে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় নামকরণ করা হয়?
-১১ এপ্রিল ২০০২ সালে।
৩.প্যান্সডক কবে প্রতিষ্ঠা করা হয়?
-১৯৫৭ সালে।
৪.বাংলাদেশ বিজ্ঞান ও মিল্প গবেষণা পরিষদ এর পূর্ব নাম কী?
-পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।
৫.পাকিস্তান বিজ্ঞান ও শিল্পকলা গবেষনা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৫৫ সালে।
৬.বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র এর পূর্ব নাম কী?
-পাকিস্তান জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ ও বিতরণ কেন্দ্র।
৭.ঢাকায় কবে প্যান্সডক-এর আঞ্চলিক অফিস স্থাপন করা হয়?
-১৯৬৩ সালে।
৮.ব্যান্সডক এর অবস্থান কোথায়?
-আগারাগাঁও, ঢাকা।
৯.ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি কবে প্রতিষ্ঠা করা হয়?
-২০০০ সালে।
১০.ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি বিল ২০১০ জাতীয় সংসদে পাস হয় কবে?
-২ মার্চ ২০১০ সালে।
১১.ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি কোথায় অবস্থিত?
-সাভার, ঢাকা।
১২.বঙ্গোবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কবে উদ্বোধন করা হয়?
-২৫ সেপ্টেম্বর ২০০৪ সালে।
১৩. বঙ্গোবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এর অবস্থান কোথায়?
-বিজয় সরণী, তেজাগাঁও, ঢাকা।
১৪.জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠা কবে?
-১৯৬৬ সালে।
১৫.বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে কবে জাতীয় জাদুঘরে রূপান্তর করা হয়?
-১৯৭২ সালে।
১৬.জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর অবস্থান কোথায়?
-আগারগাঁও, ঢাকা।
১৭.ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৃষ্টি করা হয় কবে?
-১৯৭৫ সালে।
১৮. ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর চেয়ারম্যান কে?
-প্রধানমন্ত্রী।
১৯.BCC এর পূর্নরূপ কী?
-Bangladesh computer council.
২০.NIB পূর্নরূপ কী?
-National Institute of Biotechnology.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2689 Views
    by rana
    0 Replies 
    1253 Views
    by rana
    0 Replies 
    2161 Views
    by rana
    0 Replies 
    1962 Views
    by rana
    0 Replies 
    2220 Views
    by rana

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]