Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4534
১.উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে?
-মুঘল আমলে।
২.বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি?
-৬০টি।
৩.দেশের সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক কোনটি?
-কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
৪.কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড তফসিল ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয় কবে?
-১ নভেম্বর ২০১৮ সালে।
৫.প্রবাসী মালিকানায় পরিচালিত ব্যাংক কতটি?
-৩টি।
৬.প্রাইজবন্ড কি?
-বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত এক ধরনের ঋণপত্র।
৭.প্রাইজবন্ড প্রবর্তিত হয় কবে?
-১ জুন ১৯৭৪ সালে।
৮.বর্তমানে প্রাইজ বন্ডের সর্বন্মিন ইউনিট কত টাকার?
-১০০ টাকা।
৯.সরাসরি সরকার নিয়ন্ত্রণাধীন ও বিশেষ কাজে নিয়োজিত ব্যাংককে কি বলা হয়?
-বিশেষায়িত ব্যাংক।
১০.বাংলাদেশে কার্যত দেমি-বিদেশি ব্যাংক কত শ্রেনীতে বিভক্ত?
-২টি।
১১.কোন ব্যাংকটি সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাভুক্ত?
-রূপালী ব্যাংক লিমিটেড।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক
১.ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তান এর কার্যক্রম শুরু হয় কবে?
-১৯৬১ সালে।
২.বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে?
-৩১ অক্টোবর ১৯৭২ সালে।
৩.বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এর একীভূত ব্যাংকের নাম কী?
-বাংলাদেশ ডেভেলটমেন্ট ব্যাংক লিমিটেড।
৪.বাণিজ্যিক ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয় কবে?
-১৯৭২ সালে।
৫.বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কোনটি?
-সোনালি ব্যাংক লিমিটেড।
৬.কোন ব্যাংক প্রথম রেডিক্যাশ কার্ড চালু করে?
-জনতা ব্যাংক।
৭.রূপালী ব্যাংক কবে লিমিটেড কোম্পানিতে পরিণত হয়?
-১৪ ডিসেম্বর ১৯৮৬ সালে।
৮.সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক কবে লিমিটেড কোম্পানিতে পরিণত হয়?
-১৫ নভেম্বর ২০০৭।
৯.সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক লিমিটেড কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়?
-৩ ডিসেম্বর ২০০৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]