Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4533
১.মুদ্রাস্ফীতি কী?
-মুদ্রাস্ফীতি বলতে মূল্যবৃদ্ধির একটি প্রক্রিয়া বা দামের সহনশীল ঊর্ধ্বগতি বোঝায়, যার ফলে মুদ্রার মূল্যমানও কমে যায়।
২. Stagflation বলতে কি বোঝায়?
-স্থবির অর্থনীতিতে অধিক বেকারত্ব ও অধিক মুদ্রাস্ফীতির সমন্বিত অবস্থাকে Stagflation বলে।
৩.বাংলাদেশ ব্যাংক সর্বশেষ টাকার মূল্যায়ন করে কবে?
-৩ জানুয়ারি ২০০২ সালে।
৪.টাকাকে ভাসমান মুদ্রা ঘোষণা করা হয় কবে?
-২৯ মে ২০০৩ সালে।
৫.বাংলাদেশে মুদ্রার ভাসমান বিনিময় হার ফ্লোটিং এক্সচেঞ্জ রেট কবে চালু হয়?
-৩১ মে ২০০৩ সালে।
৬.কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক রেটের ক্ষেত্রে কি পরিবর্তন করে?
-ব্যাংক রেট বাড়িয়ে দেয়।
৭.বাংলাদেশে কখন দশমিক মুদ্রা চালু হয়?
-১৯৬১ সালে।
৮.কোনটি মাইক্রো এন্টারপ্রাইজ নয়?
-সমবায়ের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করা।
৯.স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কি হয় –
-রপ্তানিকারকরা উপকৃত হয়।
১০.বাংলাদেশ ব্যাংক এক বছরে কতবার মুদ্রানীতি ঘোষনা করে?
-একবার।
১১.সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী কী?
-অর্থনৈতিক মন্দা।

ধাতব মুদ্রার প্রথম প্রকাশ
নোটের মূল্যমান – নোট প্রচলনের তারিখ
১ পয়সা – ১৫ জুলাই ১৯৭৪
৫ পয়সা – ১৫ সেপ্টেম্বর ১৯৭৩
১০ পয়সা – ১৫ সেপ্টেম্বর ১৯৭৩
২৫ পয়সা – ১৫ নভেম্বর ১৯৭৩
৫০ পয়সা – ২ ডিসেম্বর ১৯৭৪
১ টাকা – ২২ ডিসেম্বর ১৯৭৫
২ টাকা – ২০০৪
৫ টাকা – ১ অক্টোবর ১৯৯৫

কাগুজে নোটের প্রথম প্রকাশ
১ টাকা – ৪ মার্চ ১৯৭২
২ টাকা – ২৯ ডিসেম্বর ১৯৮৮
৫ টাকা -২ জুন ১৯৭২
১০ টাকা – ২ জুন ১৯৭২
২০ টাকা – ২০ আগস্ট ১৯৭৯
৫০ টাকা – ১ মার্চ ১৯৭৬
১০০ টাকা – ৪ মার্চ ১৯৭২
২০০ টাকা- ১৮ মার্চ ২০২০
৫০০ টাকা – ১৫ ডিসেম্বর ১৯৭৬
১০০০ টাকা – ২৭ অক্টোবর ২০০৮

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]