Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4491
চুনাপাথর
১.চুনাপাথর কোথায় কোথায় মজুদ আছে?
-সুনামগঞ্জের টাকেরঘাট, লালঘাট, ও বাগালি বাজার, জয়পুরহাটে, কক্সবাজারের সেন্টমার্টিনে এবং নওগাঁ জেলার জাহানপুর ও পরানপুরে।
২.চুনাপাথর কি কি নামে পরিচিত?
-সিমেন্ট, ইস্পাত, শিল্প, গৃহ নির্মাণ, কাচ তৈরিতে।
৩.দেশে সর্বপ্রথম প্রবাল জাতীয় চুনাপাথর কবে কোথায় পাওয়া যায়?
-১৯৫৮ সালে, সেন্টমার্টিন দ্বীপে।
৪.টাকেরঘাট থেকে চুনাপাথর উৎপাদন শুরু হয় কবে?
-১৯৬৫ সালে।
৫.জয়পুরহাট চুনাপাথর উৎপাদন শুরু হয় কবে?
-১৯৬৬ সালে।

কয়লা
১.কয়লা প্রধানত কি কাজে ব্যবহৃত হয়?
-জ্বালানি।
২.বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত?
-দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৌহট্টি গ্রামে অবস্থিত।
৩.দেশের সর্ববৃহৎ কয়লাখনি কোথায় অবস্থিত?
-দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ উপজেলার দীঘিপাড়ায়।
৪.কয়লা, খনিজ ও ধাতব গবেষণা ইনস্টিটিউট কবে উদ্বোধন করা হয়?
-২১ জানুয়ারি ২০১২ সালে।
৫.দেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হার্ডকোক লি. এর অবস্থান কোথায়?
-দিনাজপুর।
৬.বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
-জামালগঞ্জে।

বাংলাদেশের কয়লাক্ষেত্র
ক্ষেত্র – আবিষ্কার
জামালগঞ্জ (জয়পুরহাট) – ১৯৫৯
বড়পুকুরিয়া (দিনাজপুর) – ১৯৮৫
খালাশপীর (রংপুর) – ১৯৮৯
দীঘিপাড়া (দিনাজপুর) – ১৯৯৫
ফুলবাড়ী (দিনাজপুর) – ১৯৯৭

পিট
১.পিট কি কাজে লাঘ?
-গার্হস্থ্য কাজে, ইটের ভাটায়, বয়লারের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

একনজরে পিট ক্ষেত্র
ক্ষেত্র – অবস্থান
বাঘি-চান্দা – গোপালগঞ্জ
কোলামৌজা – খুলনা
মৌলভিবাজার – মৌলভিবাজার
চাতাল বিল ও পলা – সুনামগঞ্জ
চরকাই – দিনাজপুর
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    11468 Views
    by rana
    0 Replies 
    8872 Views
    by tasnima
    0 Replies 
    4113 Views
    by raja
    0 Replies 
    5673 Views
    by apple
    0 Replies 
    7309 Views
    by romen

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]