Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4480
১.কর কী?
-কর হলো সরকারি কর্তৃপক্ষ দ্বার সরবরাহকৃত দ্রব্য বা সেবার বিনিময়ে প্রদেয় মূল্য।
২.কর প্রধানত কয় প্রকার?
-দুই প্রকার। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর।
৩.প্রত্যক্ষ করের সঙ্গা কী?
-প্রত্যক্ষ কর শুধু সেই ব্যক্তিকে প্রদান করতে হয় যে আইনগতভাবে উক্ত কর প্রদানে বাধ্য। যেমন-আয়কর।
৪.পরোক্ষ করের সংগা কী?
-পরোক্ষ কর একজনের ওপর ধার্য হলেও তা আংশিক বা সম্পূর্নভাবে অন্য কোনো ব্যক্তি প্রদান করতে পারে। যেমন: মূল্য সংযোজন কর।
৫.দেশের প্রথম কর ন্যায়পাল কে ছিলেন?
-খায়রুজ্জামান চৌধুরী।
৬.কর ন্যায়পাল আইন জাতীয় সংসদে কবে পাস হয়?
-১০ জুলাই ২০০৫।
৭.এটিএম এর জনক কে?
-জন শেফার্ড ব্যারন।
৮.আয়কর কী?
-কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর ধার্যকৃত করকে আয়কর বলে।
৯.পরোক্ষ কর হিসেবে কতটি খাত থেকে কর আদায় করা হচ্ছে –
-আমদানি শুল্ক, রপ্তানি কর, সম্পূরক শুল্ক, ও মূল্য সংযোজন কর।
১০.কর আদায়ের দায়িত্ব কার?
-জাতীয় রাজস্ব বোর্ড।
১১.বিক্রয় কর কোন ধরনের কর?
-পরোক্ষ কর।
১২.আয়কর কোন ধরনের কর?
-প্রত্যক্ষ কর।
১৩.জাতীয় আয় কোনটি?
-উৎপাদিত দ্রব্য ও সেবাসাম্রগ্রীর আর্থিক মূল্য।
১৪.বাংলাদেশ সরকার কোন উদ্দেশ্যে সিগারেট উৎপাদনে ট্যাক্স বসায়?
-রাজস্ব আয় ও ধূমপান নিরুৎসাহিতকরণ।
১৫.আয়কর কোন শুল্কের আওতায় পড়ে?
-প্রত্যক্ষ শুল্ক।

মূল্য সংযোজন কর
১.মূল্য সংযোজন কর অধ্যাদেশ কবে জারি করা হয়?
-২ জুন ১৯৯১ সালে।
২.মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন জাতীয় সংসদে পাস হয় কবে?
-২৭ নভেম্বর ২০১২।
৩.মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ কার্যকর হয় কবে?
-১ জুলাই ২০১৯।
৪.বাংলাদেশে মূল্য সংযোজন কর কবে চালু হয়?
-১ জুলাই ২০১৯।
৫.ভ্যাট কোন ধরনের কর?
-পরোক্ষ কর।
৬.কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আদায় হয়?
-মূল্য সংযোজন কর।
৭.নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট স্তর কতটি?
-৪টি।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]