Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4471
একাদশ জাতীয় সংসদ
১.একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে?
-৩০ জানুয়ারি ২০১৯।
২.একাদশ জাতীয় সংসদের নেতা কে?
-শেখ হাসিনা।
৩.একাদশ জাতীয় সংসদের বিরোধী দলী নেতা কে?
-হুসেইন মুহম্মদ এরশাদ।
৪.একাদশ জাতীয় সংসদের উপনেতা কে?
-সৈয়দা সাজেদা চৌধূরী।
৫.একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ কে?
- নূর-ই-আলম চৌধুরী।
৬.একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ কারা?
-৬ জন।
৭.একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ কে?
-মো. মসিউর রহমান রাঙ্গা।

গণপরিষদের স্পিকার
১.গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
-মাওলানা আব্দুর রব।
২.গণপরিষদের প্রথম স্পিকার কে?
-শাহ আবদুল হামিদ।
৩.গণপরিষদের দ্বিতীয় স্পিকার কে?
-মোহাম্মদ উল্লাহ।
৪.গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
-মোহাম্মদ উল্লাহ।
৫.গণজপরিষদের দ্বিতীয় ডেপুটি স্পিকার কে?
-মোহাম্মদ বায়তুল্লাহ।
৬.বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জাতীয় সংসদের স্পিকার
১.জাতীয় সংসদের সভাপতি কে?
-স্পিকার।
২.জাতীয় সংসদের সভাপতি কে?
-স্পিকার।
৩.সংসদের কার্যাবলী নিয়ন্ত্রণ করেন কে?
-স্পিকার।
৪.স্পিকারের অনুপস্থিতিতে সংসদের কার্য পরিচালনা করেন কে?
-ডেপুটি স্পিকার।
৫.রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে?
-স্পিকার।
৬.সংসদ সদস্যদের শপথ বাক্য পড়ান কে?
-স্পিকার।
৭.জাতীয় সংসদের প্রথম স্পিকার কে?
-মোহাম্মদ উল্লাহ।
৮.জাতীয় সংষদের প্রথম নারী স্পিকার কে?
-ড. শিরীন শারমিন চৌধুরী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1435 Views
    by bdchakriDesk
    0 Replies 
    359 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    207 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]