Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4470
খনিজ সম্পদ
১.বাংলাদেশের প্রধান প্রধান খনিজ সম্পদ কি কি?
-প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কাচবালি, চীনামাটি, শক্ত পাথর, খনিজ লবণ ইত্যাদি।
২.পারমাণবিক খনিজ বাংলাদেশের কোথায় পাওয়া গেছে?
-কক্সবাজারের কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় এলাকায়।
৩.পেট্রোলিয়াম আইন কবে পাস হয়?
-২০১৬।
৪.কোন দেশকে নীরব খনির দেশ বলা হয়?
-বাংলাদেশকে।

খনিজ তেল
১.বাংলাদেশে কবে তেল অনুসন্ধান কাজ শুরু হয়?
-১৯৫৯ সালে।
২.কত সালে প্রথম তেল অনুসন্ধান কুপ খনন করা হয়?
-১৯১০ সালে।
৩.বাংলাদেশের প্রথম কোথায় খনিজ তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
-সিলেট জেলার হরিপুরে।
৪.হরিপুর তেলক্ষেত্র থেকে তেল উৎপাদন শুরু হয় কবে?]
-১৯৮৭ সালে।
৫.সিলেটের হরিপুর ব্যাতীত কোথায় তেলবাহী শিলাস্তরের সন্ধান পাওয়া গেছে?
-কৈলাশটিলা ও ফেঞ্চুগঞ্জ।
৬.হরিপুরের তেলক্ষেত্র থেকে তেল উৎপাদন বন্ধ হয় কবে?
-৭ সেপ্টেম্বর ১৯৯৪ সালে।
৭.দেশের প্রধান প্রধান জ্বালানি তেলের মজুদ ক্ষেত্র কোথায়?
-গোদনাইল, দৌলতপুর, ফতুল্লা এবং বাঘাবাড়ি।
৮.দেশের তেল বিতরণ ও বিপনন কোম্পানি কতটি?
-৩টি।
৯.বাংলাদেশে কতটি লুব্রিকেন্ট ব্লেডিং প্লান্ট রয়েছে?
-২টি।
১০.বাংলাদেশের বিটুমিন উৎপাদন কোম্পানির নাম কী?
-অ্যাসফল্টিক বিটুমিন প্লান্ট।
১১.বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগার কোথায় অবস্থিত?
-চট্টগ্রাম।
১২.বাংলাদেশ তেল শোধনাগারের নাম কী?
-ইস্টার্ন রিফাইনারি।

চীনামাটি
১.চীনামাটি কী?
--কেওলিন কর্দম মনিক দ্বার গঠিত উন্নতমানের কর্দম।
২.চীনামাটি প্রধানত ব্যবহৃত হয় কোন শিল্পে?
-সিরামিক শিল্পে।
৩.বাংলাদেশে প্রথম কবে চীনামাটির সন্ধান পাওয়া যায়?
-১৯৫৭ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    178 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]