Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4459
১.শিল্প মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
-Ministry of Industries.
২.শিল্প মন্ত্রণালয়ের পূর্ব নাম কী ছিল?
-বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
৩.বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সৃষ্টি করা হয় কবে?
-১৯৭২ সালে।
৪.শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় কবে আলাদা হয়?
-১৯৭৮ সালে।
৫.বাংলাদেশের প্রথম শিল্প মন্ত্রীর নাম কী?
-ক্যাপ্টেন এম. মনসুর আলী।
৬.ব্রিটিশ সরকার কবে ভারতীয় স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে?
-১৯৪৬ সালে।
৭.ঢাকায় কবে সেন্ট্রাল টেস্টিং ল্যবরেটরি প্রতিষ্ঠিত হয়?
-১৯৫৬ সালে।
৮.পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৫৮ সালে।
৯.পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন এর শাখা কবে ঢাকায় প্রতিষ্ঠিত হয়?
-১৯৬৩ সালে।
১০.স্বাধীনতার পর পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন -এর কি নামকরণ করা হয়?
-বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন।
১১.চট্টগ্রামে কবে সার্টিফিকেশন মার্কস ইন্সপেক্টর নামে অফিস প্রতিষ্ঠিত হয়?
-১৯৬৬ সালে।

কাগজ ও মগু শিল্প
১.বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল কোনটি?
-খুলনা নিউজপ্রিন্ট মিল।
২.খুলনা নিউজপ্রিন্ট মিল কবে স্থাপিত হয়?
-১৯৫৯ সালে।
৩.খুলনা নিউজপ্রিন্ট মিলে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়?
-গেওয়া কাঠ।
৪.কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহৃত হতো কোন কাগজ মিলে?
-উত্তরবঙ্গ কাগজ মিল।
৫.কাগজ তৈরির উপাদান গুলো কী কী?
-বাঁশ, বেত, কাঠ, সবুজ পাট ইত্যাদি।
৬.কবে প্রথম সবুজ পাট থেকে মগু তৈরি করা হয়?
-১০ নভেম্বর ১৯৯৪ সালে।
৭.বিসিআইসি এর নিয়ন্ত্রণাধীন একমাত্র কাগজ কল কোনটি?
-কর্ণফুলী পেপার মিলস।
৮.কর্ণফুলী পেপার মিলস লি. কোথায় অবস্থিত?
-চন্দ্রঘোনা, রাঙামাটি।
৯.কর্ণফুলী কাগজ কল কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৫৩ সালে।
১০.নর্থবেঙ্গল পেপার মিলস স্থাপিত হয় কত সালে?
-১৯৬৯ সালে।
১১.খুলনা হার্ডবোর্ড মিলস কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৬৪ সালে।
১২.কর্ণফুলী কাগজ কলে কি কাঁচামাল ব্যবহৃত হয়?
-বাঁশ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]