Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4458
জাতীয় সংসদের আসন
১.বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোন জেলায়?
-পঞ্চগড়।
২.জাতীয় সংসদের ৩০০ নং আসন কোন জেলায়?
-বান্দরবান।
৩.কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে?
-ঢাকা জেলায়।
৪.ঢাকা মহানগরে সংসদীয় আসন সংখ্যা কত?
-১৫টি।
৫.কোন সংসদীয় আসনে ভোটার সংখ্যা সর্বাধিক?
-ঢাকা-১৯ আসন।
৬.কোন সংসদীয় আসনে ভোটার সংখ্যা সবচেয়ে কম?
-১২৫ নং আসন, ঝালকাঠী-১।
৭.বাংলাদেশের কতটি জেলায় সংসদীয় আসন একটি করে?
-৩টি।
৮.বাংলাদেশে প্রথম সংসদীয় আসন বিন্যাস করা হয় কবে?
-১৯৭৩ সালে।

বিভাগওয়ারি আসন বিন্যাস
বিভাগ – মোট আসন
রংপুর – ৩৩
রাজশাহী – ৩৯
খুলনা -৩৬
বরিশাল – ২১
ঢাকা – ৭০
সিলেট -১৯
চট্টগ্রাম – ৫৮
ময়মনসিংহ – ২৪
মোট -৩০০

জাতীয় সংসদ নির্বাচন
১.বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
-৭ মার্চ ১৯৭৩।
২.প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয় কোন নির্বাচনে?
-নবম জাতীয় নির্বাচনে।
৩.সংবিধান অনুযায়ী সংসদীয় কোনো আসন শূন্য হলে কতদিনের মধ্যে উপনির্বাচন করতে হবে?
-৯০দিন।
৪.কোনো কারণে জাতীয় সংসদ ভেঙে গেলে পরবর্তী কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে?
-৯০ দিন।
৫.প্রথম না ভোট যুক্ত হয় কোন জাতীয় সংসদে নির্বাচনে?
-নবম।

এক নজরে সংসদ নির্বাচন
সংসদ নির্বাচন – সময়কাল
প্রথম – ৭ মার্চ ১৯৭৩
দ্বিতীয় – ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯
তৃতীয় – ৭ মে ১৯৮৬
চতুর্থ – ৩ মার্চ ১৯৮৮
পঞ্চম – ২৭ ফেব্রুয়ারি ১৯৯১
ষষ্ঠ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬
সপ্তম – ১২ জুন ১৯৯৬
অষ্টম - ১ অক্টোবর ২০০১
নবম – ২৯ ডিসেম্বর ২০০৮
দশম – ৫ জানুয়ারি ২০১৪
একাদশ – ৩০ ডিসেম্বর ২০১৮
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1435 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]