- Mon Nov 23, 2020 10:37 am#4446
১.বিল কী?
-বৃহৎ আকৃতির প্রাকৃতিকজলাধার, যেগুলো ভূ-পৃষ্ঠ থেকে অভ্যন্তরীণ ও পৃষ্ঠ নিষ্কাশনের মাধ্যমে বয়ে আসা পানি জমা হয় তাকে বিল বলে।
২.বিল কিভাবে সৃষ্টি হয়?
-নদীপ্রবাহ পরিবর্তনের মাধ্যমে নদীর অংশবিশেষ থেকে।
৩.বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কী?
-চলন বিল।
৪.চলন বিল কোন কোন জেলায় অবস্থিত?
-পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, ও নাটোর জেলায়।
৫.বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস কী?
-চলন বিল।
৬.চলন বিলের বর্তমান আয়তন কত?
-৩৬৮ বর্গ কিমি।
৭.চলন বিলের মধ্য দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে?
-আত্রাই।
৮.বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে?
-ডাকাতিয়া বিলকে।
৯.বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উল্লেখযোগ্য বিলগুলা কী কী?
-বড় বিল, তাগরাই বিল, বড় মির্জাপুর বিল, ও কেশপাথার বিল।
১০.আড়িয়াল বিল কোথায় অবস্থিত?
-মুন্সিগঞ্জ।
বাংলাদেশের হ্রদ
১.হ্রদ কাকে বলে?
-প্রাকৃতিক কোনো কারণে যদি বিস্তীর্ণ পানিরাশি ভূ-ভাগে আবদ্ধ হয়ে একটা স্থায়ী জলাধার সৃষ্টি করে তাকে হ্রদ বলে।
২.ফয়’স লেক কে তৈরি করেন?
-মি. এমহ নামক একজন ব্রিটিশ প্রকৌশলী।
৩.ফয়’স লেক কবে নির্মিত হয়?
-১৯২৪ সালে।
৪.দেশের বৃহত্তম কৃত্রিম লেক কোনটি?
-কাপ্তাই লেক বা হ্রদ।
৫.মূল কাপ্তাই হ্রদের আয়তন কত?
-১৭২২ বর্গ কিমি।
৬.বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
-কাপ্তাই হ্রদে।
৭.পার্বত্য জেলা বান্দরবানের একমাত্র প্রাকৃতিক হ্রদ কোনটি?
-বগা লেক।
৮.লেকের জেলা হিসেবে পরিচিত কোন জেলা?
-রাঙামাটি।
৯.স্বাদু পানির হ্রদ কোনটি?
-বগা লেক।
বাংলাদেশের আয়তনে উল্লেখযোগ্য হ্রদ
হ্রদের নাম – আয়তন
কাপ্তাই লেক – ১,৭২২ বর্গকিমি
বগা লেক – ১৫ একর
ফয়’স লেক – ৩৩৬ একর
মাধবপুর লেক
মহালছড়ি লেক
প্রান্তিক লেক – ২৫ একর
মহমায়া লেক – ১১ বর্গকিমি
-বৃহৎ আকৃতির প্রাকৃতিকজলাধার, যেগুলো ভূ-পৃষ্ঠ থেকে অভ্যন্তরীণ ও পৃষ্ঠ নিষ্কাশনের মাধ্যমে বয়ে আসা পানি জমা হয় তাকে বিল বলে।
২.বিল কিভাবে সৃষ্টি হয়?
-নদীপ্রবাহ পরিবর্তনের মাধ্যমে নদীর অংশবিশেষ থেকে।
৩.বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কী?
-চলন বিল।
৪.চলন বিল কোন কোন জেলায় অবস্থিত?
-পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, ও নাটোর জেলায়।
৫.বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস কী?
-চলন বিল।
৬.চলন বিলের বর্তমান আয়তন কত?
-৩৬৮ বর্গ কিমি।
৭.চলন বিলের মধ্য দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে?
-আত্রাই।
৮.বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কোন বিলকে?
-ডাকাতিয়া বিলকে।
৯.বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উল্লেখযোগ্য বিলগুলা কী কী?
-বড় বিল, তাগরাই বিল, বড় মির্জাপুর বিল, ও কেশপাথার বিল।
১০.আড়িয়াল বিল কোথায় অবস্থিত?
-মুন্সিগঞ্জ।
বাংলাদেশের হ্রদ
১.হ্রদ কাকে বলে?
-প্রাকৃতিক কোনো কারণে যদি বিস্তীর্ণ পানিরাশি ভূ-ভাগে আবদ্ধ হয়ে একটা স্থায়ী জলাধার সৃষ্টি করে তাকে হ্রদ বলে।
২.ফয়’স লেক কে তৈরি করেন?
-মি. এমহ নামক একজন ব্রিটিশ প্রকৌশলী।
৩.ফয়’স লেক কবে নির্মিত হয়?
-১৯২৪ সালে।
৪.দেশের বৃহত্তম কৃত্রিম লেক কোনটি?
-কাপ্তাই লেক বা হ্রদ।
৫.মূল কাপ্তাই হ্রদের আয়তন কত?
-১৭২২ বর্গ কিমি।
৬.বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
-কাপ্তাই হ্রদে।
৭.পার্বত্য জেলা বান্দরবানের একমাত্র প্রাকৃতিক হ্রদ কোনটি?
-বগা লেক।
৮.লেকের জেলা হিসেবে পরিচিত কোন জেলা?
-রাঙামাটি।
৯.স্বাদু পানির হ্রদ কোনটি?
-বগা লেক।
বাংলাদেশের আয়তনে উল্লেখযোগ্য হ্রদ
হ্রদের নাম – আয়তন
কাপ্তাই লেক – ১,৭২২ বর্গকিমি
বগা লেক – ১৫ একর
ফয়’স লেক – ৩৩৬ একর
মাধবপুর লেক
মহালছড়ি লেক
প্রান্তিক লেক – ২৫ একর
মহমায়া লেক – ১১ বর্গকিমি