Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4445
বুড়িগঙ্গা
১.বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
-৪৫ কিমি।
২.ঢাকা শহরকে রক্ষার জন্য নির্মিত বাঁধের নাম কী?
-বাকল্যান্ড বাঁধ।
৩.বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
-বুড়িগঙ্গা।
৪.বাকল্যান্ড বাঁধ কবে নির্মাণ করা হয়?
-১৮৬৪ সালে।
৫.বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
-ধলেশ্বরী।
৬.কোন নদীর পূর্বনাম দোলাই?
-বুড়িগঙ্গা।
৭.কোন নদীর পানি অত্যধিক দূষিত?
-বুড়িগঙ্গা।

সাঙ্গু
১.সাঙ্গু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
-বাংলাদেশ ও মিয়ানমারের সীমানায় অবস্থিত আরাকান পর্বত থেকে।
২.সাঙ্গু নদী কোথায় পতিত হয়েছে?
-বঙ্গোপসাগরে।
৩.সাঙ্গু নদী কোন কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
-চট্টগ্রাম ও বান্দরবান জেলা।
৪.সাঙ্গুর প্রধান উপনদী কোনটি?
-ভলু।

বিবিধ
১.দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
-হাড়িয়াভাঙা।
২.সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধরণকারী নদী কোনটি?
-হাড়িয়াভাঙা নদী।
৩.সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে?
-মারকুলী।
৪.ধনু এবং কালনী নদী কোথায় মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে?
-ভৈরববাজার।
৫.বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথা্য়?
-বগুড়া।
৬.চিত্রার উপনদী কোনটি?
-বেগবতী।
৭.ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্তে কত দূরে অবস্থিত?
-১৬.৫ কিলোমিটার।
৮.ব্রহ্মপুত্র নদ কোন স্থানে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে?
-দেওয়ানগঞ্জ।
৯.বাংলাদেশে মহাস্থানগড়ের পূর্বদিকে প্রবাহিত নদীর নাম কী?
-করতোয়া।
১০.কত সালে তুরাগ নদীর তীরে বিশ্ব এস্তেমা শুরু হয়?
-১৯৬৭ সালে।
১১.মহানন্দা নদী কোন জেলায়?
-দিনাজপুর।
১২.হালদা নদীর প্রধান উপনদী কোনটি?
-ধুরুং।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  254 Views
  by jalil
  0 Replies 
  267 Views
  by jalil
  0 Replies 
  300 Views
  by jalil
  0 Replies 
  219 Views
  by jalil
  0 Replies 
  230 Views
  by jalil

  কাতারে ন্যূনতম মাসিক মজুরি ২৩,০০০ টাকা আইন পরিবর্[…]

  কাফালা প্রথা বাতিল সৌদি আরবে ৭০ বছর ধরে বিদেশি শ্[…]

  ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন বাংলাদেশের স্বাধী[…]

  স্বাধীনতা সড়ক চালু ১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্র[…]