Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4436
১.বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব খেতাব কোনটি?
-বীরশ্রেষ্ঠ।
২.মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধাদের সংখ্যা কত?
-৬৭৬ জন।
৩.৭ জন বীরশ্রেষ্ঠদের মধ্যে কতজন কোন সেনাবাহিনী ছিলেন?
-৩জন সেনাবাহিনী, ২ জন ইপিআর, ১ জন নৌবাহিনী ও ১ জন বিমানবাহিনীর।
৪.দেশের একমাত্র উপজাতিক বীর বিক্রম কে?
-ইউকে চিং।
৫.মুক্তিযুদ্ধের একমাত্র বিদেমী বীরপ্রতীক কে?
-নেদারল্যান্ডের বংশোদ্ভত অস্টেলিয়ান নাগরিক ডব্লিউ এ এস ওডার‌ল্যান্ড।
৬.সর্বকণিষ্ঠ খেতাবধারী মুক্তি যোদ্ধার নাম কী?
-শহীদুল ইসলাম বীরপ্রতীক।
৭.স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
-২ জন।
৮.বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
-৬৮ জন।

পদমান – খেতাবের নাম – সংখ্যা
প্রথম – বীরশ্রেষ্ঠ – ০৭
দ্বিতীয় – বীর উত্তম – ৬৮
তৃতীয় – বীরবিক্রম – ১৭৫ জন
চতুর্থ – বীরপ্রতীক – ৪২৬ জন
মোট=৬৭৬ জন

বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারী
তারামন বিবি – ড.সিতারা বেগম
জন্ম – ১৯৫৭ – ৫ সেপ্টেম্বর ১৯৪৬
জন্মস্থান – রাজীবপুর, কুড়িগ্রাম – কিশোরগঞ্জ
খেতাব নম্বর – ৩৯৪ – ১৫
মুক্তিযুদ্ধে সেক্টর – ১১ নং – ২ নং
খেতাবের প্রথম স্বীকৃতি
খেতাব – স্বীকৃতির বছর
বীরত্বসূচক খেতাব – ১৯৭৩
বিদেশি বন্ধুদের মুক্তিযুদ্ধের সম্মাননা – ২০১১
বীরাঙ্গনা – ২০১৫
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by tamim
    0 Replies 
    177 Views
    by raja
    0 Replies 
    152 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    659 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]