- Sun Nov 22, 2020 11:46 am#4429
১.বাংলাদেশের আইনসভার নাম কী?
-জাতীয় সংসদ।
২.জাতীয় সংসদের ইংরেজি নাম কী?
-হাউস অব দ্য ন্যাশন।
৩.জাতীয় সংসদের প্রতীক কী?
-শাপলা ফুল।
৪.বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট?
-এক কক্ষবিশিষ্ট।
৫.বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
-৩৫০টি।
৬.বর্তমানে সংসদে নারীদের জন্য সংরক্ষিত সদস্য কত?
-৫০টি।
৭.সংসদ সদস্যগণ কি নামে পরিচিত?
-সংসদ সদস্য।
৮.সংসদে কাস্টিং ভোট বলা হয় কোন ভোটকে?
-স্পিকারের ভোট।
৯.বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্ব চালু হয়?
-সপ্তম।
১০.একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিনের সংসদের বাইরে থাকতে পারবে?
-৯০ দিন।
১১.অনুসৃত নীতি ও কার্যাবলির জন্য বাংলাদেশের কেবিনেট দায়ী থাকে কার কাছে?
-জাতীয় সংসদের কাছে।
১২.জাতীয় সংসদ ভবনের পূর্বে কোথায় অধিবেশন বসত?
-তেজাগাঁও সংসদ ভবন।
১৩.সংসদের প্রথম বৈঠক এর স্থান ও সময় নির্ধারণ করেন কে?
-রাষ্ট্রপতি।
১৪.প্রতি বছর সংসদের কোন অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন?
-প্রথম।
১৫.মন্ত্রিসভার অভিভাবক কে?
-জাতীয় সংসদ।
১৬.বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় কতজনে?
-৬০ জনে।
১৭.বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহব্বান করেন?
-রাষ্ট্রপতি।
১৮.বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদকাল কত?
-৫ বছর।
১৯.জাতীয় সংসদের বেসরকারি দিবস কেব?
-বৃহস্পতিবার।
২০.বর্তমানে বাংলাদেশ কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান?
-সংসদীয় পদ্ধতি।
-জাতীয় সংসদ।
২.জাতীয় সংসদের ইংরেজি নাম কী?
-হাউস অব দ্য ন্যাশন।
৩.জাতীয় সংসদের প্রতীক কী?
-শাপলা ফুল।
৪.বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট?
-এক কক্ষবিশিষ্ট।
৫.বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
-৩৫০টি।
৬.বর্তমানে সংসদে নারীদের জন্য সংরক্ষিত সদস্য কত?
-৫০টি।
৭.সংসদ সদস্যগণ কি নামে পরিচিত?
-সংসদ সদস্য।
৮.সংসদে কাস্টিং ভোট বলা হয় কোন ভোটকে?
-স্পিকারের ভোট।
৯.বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্ব চালু হয়?
-সপ্তম।
১০.একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিনের সংসদের বাইরে থাকতে পারবে?
-৯০ দিন।
১১.অনুসৃত নীতি ও কার্যাবলির জন্য বাংলাদেশের কেবিনেট দায়ী থাকে কার কাছে?
-জাতীয় সংসদের কাছে।
১২.জাতীয় সংসদ ভবনের পূর্বে কোথায় অধিবেশন বসত?
-তেজাগাঁও সংসদ ভবন।
১৩.সংসদের প্রথম বৈঠক এর স্থান ও সময় নির্ধারণ করেন কে?
-রাষ্ট্রপতি।
১৪.প্রতি বছর সংসদের কোন অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন?
-প্রথম।
১৫.মন্ত্রিসভার অভিভাবক কে?
-জাতীয় সংসদ।
১৬.বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় কতজনে?
-৬০ জনে।
১৭.বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহব্বান করেন?
-রাষ্ট্রপতি।
১৮.বাংলাদেশের জাতীয় সংসদের মেয়াদকাল কত?
-৫ বছর।
১৯.জাতীয় সংসদের বেসরকারি দিবস কেব?
-বৃহস্পতিবার।
২০.বর্তমানে বাংলাদেশ কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান?
-সংসদীয় পদ্ধতি।