Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4428
কর্ণফুলী
১.দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
-কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র।
২.পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বাঁধ দেয়া হয়েছে কোন নদীর উপর?
-কর্ণফুলী।
৩.বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
-কর্ণফুলী।
৪.কর্ণফুলী নদীর উৎপত্তি কোথায়?
-ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়।
৫.কর্ণফুলী নদীর পতিত মুখ কোথায়?
-বঙ্গোপসাগর।
৬.কর্ণফুলী নদীর প্রবাহিত জেলা কী কী?
-খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম।
৭.কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
-১৬০ কিমি।
৮.কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত শহরগুলো কী কী?
-রাঙামাটি, কাপ্তাই, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম সদর ও চট্টগ্রাম বন্দর।
৯.কর্ণফুলী নদীর উপনদী কি কি?
-চেঙ্গি, কাসলং, মাইনী, রাখিয়াং, হালদা প্রভৃতি।

সুরমা
১.সুরমা নদীর উৎস মুখ কোথায়?
-আসাম থেকে আসা আগত বরাক নদী।
২.সুরমা নদীর প্রবাহিত জেলা কী কী?
-সিলেট, সুনামগঞ্জ, ও হবিগঞ্জ।
৩.সুরমা নদীর পতিত মুখ কোথায়?
-কালনী নদী।
৪.সুরমা নদের দৈর্ঘ্য কত কিমি?
-২৪৫ কিমি।
৫.সুরমা নদীর পাড়ে অবস্থিত শহরগুলো কি কি?
-কানাইঘাট, সিলেট, ছাতক, দোয়ারা বাজার, সুনামগঞ্জ, ও জামালগঞ্জ।

নাফ
১.টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
-নাফ।
২.নাফ নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোথা থেকে?
-নাইখংছড়ি, বান্দরবান।
৩.নাফ নদীর পতিত মুখ কোথায়?
-বঙ্গোপসাগর।
৪.নাফ নদীর প্রবাহিত জেলা কি কি?
-বান্দরবান ও কক্সবাজার।
৫.নাফ নদীর দৈর্ঘ্য কত?
-৬৪ কিমি।
৬.নাফ নদীর সর্বাধিক প্রস্থ কত?
-১৫৫০ মিটার।
৭.মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে কোন নদী?
-নাফ নদী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2936 Views
    by rafique
    0 Replies 
    4367 Views
    by rafique
    0 Replies 
    4388 Views
    by shanta
    0 Replies 
    22641 Views
    by tasnima
    0 Replies 
    2779 Views
    by raja

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]