Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4417
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
১.এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
-১৫ জানুয়ারি ১৭৮৪, কলকাতায়।
২.এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি কে?
-স্যার উইলিয়াম জোনস।
৩.পাকিস্তান এশিয়টিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
-৩ জানুয়ারি ১৯৫২ সালে।
৪.স্যার উইলিয়াম জোনস কে?
-সুপ্রিম কোর্টের তৎকালীন কণিষ্ঠ বিচারক।
৫.পকিস্তান এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭২ সালে।
৬.এশিয়াটিক সোসাইটির প্রকৃতি কীরূপ?
-এটি একটি আন্তর্জাতিক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
৭.বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বিশ্বকোষের নাম কী?
-বাংলাপিডিয়া।
৮.বাংলা পিডিয়ার প্রধান সম্পাদক কে?
-সিরাজুল ইসলাম।
৯.বাংলাপিডিয়ার নামকরণ কিভাবে?
-বাংলা এবং ল্যাটিন বা গ্রিক পিডিয়া।
১০.বাংলা পিডিয়ার প্রথম প্রকাশিত হয় কবে?
-মার্চ ২০০৩ সালে।

বাংলাদেশের মন্ত্রিপরিষদ
১.মন্ত্রিপরিষদ কী?
-মন্ত্রিপরিষদ বিভাগ একটি বিভাগ কিন্তু অন্য কোন মন্ত্রণালয়ের অধীন নয়।
২.মন্ত্রিপরিষদ বিভাগ কবে গঠন করা হয়?
-১৯৭২ সালে।
৩.মন্ত্রিপরিষদ বিভাগ পুনরায় গঠন করা হয় কবে?
-১৯ অক্টোবর ১৯৯১ সালে।
৪.মন্ত্রিপরিষদের প্রধান কে?
-মন্ত্রিপরিষদ সচিব।
৫.প্রথম মন্ত্রিপরিষদ সচিব কে?
-এইচটি ইমাম।
৬.আন্ত:মন্ত্রণালয় আলোচনা বিষয়ক সচিব পর্যায়ের কমিটি প্রধান কে?
-মন্ত্রিপরিষদ বিভাগ।
৭.মন্ত্রিপরিষদ কতভাগ মন্ত্রী টেকনোক্র্যাট হতে পারে?
-অনধিক এক দশমাংশ।
৮.মন্ত্রিপরিষদ শাসিত সরকারের সময়কাল কত?
-১৯৭২-১৯৭৫ এবং ১৯৯১- বর্তমান
৯.মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
-জাতীয় সংসদের কাছে।
১০.সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হতে হবে?
-২৫ বছর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    54 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]