Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4412
১.বাজেট শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
-ফরাসি শব্দ Bougette থেকে।
২.বিশ্বের ইতিহাসে প্রথম কবে কোন দেশ বাজেট দেয়া হয়?
-১৮৩৩ সালে, যুক্তরাজ্যে।
৩.জাতীয় বাজেট কাকে বলে?
-একটি নির্দিষ সময়ে সাধারণত এক বছরে সরকারের সম্ভাব্য আয়-ব্যয়ের বিস্তারিত হিসাবকে বাজেট বলে।
৪.বাজেট প্রধানত কত প্রকার?
-২ প্রকার।
৫.বাজেটের কয়টি অংশ থাকে?
-২টি।
৬.আয়ব্যয়ের প্রকৃতি অনুযায়ী অসম বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়?
-দুই ভাগে।
৭.সংশোধিত বাজেট কি?
-বিভিন্ন খাতের আয়-ব্যয়ের সমন্বয় সাধন করে যে বাজেট তৈরি করা হয় সে বাজেটকে সংশোধিত বাজেট বলে।
৮.সম্পূরক বাজেট কি?
-বিভিন্ন খাতে মূল বাজেটে বরাদ্দের অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে তা সরকার অনুমোদন করতে পারেন। মূল বরাদ্দের অতিরিক্ত অর্থসম্বলিত যে বাজেট অনুমোদনের জন্য সংসদে পেশ করা হয় তাই সম্পূরক বাজেট।
৯.স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট কে পেশ করেন?
-অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
১০.১৯৭২-৭৩ অর্থবছরের বাজেটের মোট আকার কত?
-৭৮৬ কোটি টাকা।
১১.বাংলাদেশের কোন রাষ্ট্রপতি বাজেট পেশ করেন?
-রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
১২.বাংলাদেশের জাতীয় বাজেট সর্বাধিকবার পেশ করেন কে?
-এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত।
১৩.কোন সময়ে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়?
-১৯৯৬-৯৭ অর্থবছরে।
১৪.বাংলাদেশের সর্বপ্রথম কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয় কবে?
-১৯৭৫-৭৬ অর্থবছরে।
১৫.বাজেট বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে মধ্যমেয়াদি বাজেট কাঠামো চালু হয় কবে?
-২০০৫-০৬ অর্থবছরে।
১৬.MTBF এর পূর্নরূপ কী?
-Medium Term Budget Framework.
১৭.PPP এর পূর্নরূপ কী?
-Public Private Partnership.
১৮.বেকার যুবকদের জন্য প্রবর্তিত ন্যাশনাল সার্ভিস প্রকল্প প্রথম কোন জেলায় চালু হয়?
-৬ মার্চ ২০১০, কুড়িগ্রাম।
১৯.বাংলাদেশের সংসদনীয় ইতিহাসে প্রথম বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থিত হয় কবে?
-১৬ মার্চ ২০১০ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1421 Views
    by apple
    0 Replies 
    2353 Views
    by romen
    0 Replies 
    2628 Views
    by romen
    0 Replies 
    1933 Views
    by romen
    0 Replies 
    1673 Views
    by raja