Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4394
জাতীয় মানবাধিকার কমিশন
১.জাতীয় মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
-১ সেপ্টেম্বর ২০০৮ সালে।
২.জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি হয় কবে?
-২৩ ডিসেম্বর ২০০৭ সালে।
৩.জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০০৯ জাতীয় সংসদে পাস হয় কবে?
-৯ জুলাই ২০০৯ সালে।
৪.কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেন কে?
-রাষ্ট্রপতি।
৫.জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা সদস্যের বয়সসীমা নূন্যতম কত?
-৩৫ বছর।
৬.জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কত?
-১ জন চেয়ারম্যান ও অনধিক ৬ জন সদস্য।

মানবাধিকার কশিনের চেয়ারম্যান
নাম - মেয়াদকাল
বিচারপতি আমিরুল কবীর চৌধুরী – ১ ডিসেম্বর ২০০৮- ২০ জুন ২০১০
ড. মিজানুর রহমান – ২১ জুন ২০১০ – ২৩ জুন ২০১৬
কাজী রিয়াজুল হক – ২ আগস্ট ২০১৬ – ৩০ জুন ২০১৯
নাছিমা বেগম – ২২ সেপ্টেম্বর ২০১৯ – বর্তমান

তথ্য কমিশন
১.তথ্য কমিশন আইন ২০০৯ কবে জাতীয় সংসদে পাস হয়?
-২৯ মার্চ ২০০৯ সালে।
২.তথ্য অধিকার অধ্যাদেশ জারি করা হয় কবে?
-২০ অক্টোবর ২০০৮।
৩.তথ্য কমিশন গঠিত ও কার্যকর হয় কবে?
-১ জুলাই ২০০৯।
৪.তথ্য কমিশনের সদস্য সংখ্যা কত?
-৩ জন।
৫.তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন কে?
-রাষ্ট্রপতি।
৬.প্রধান তথ্য কমিশনারের সর্বোচ্চ বয়সসীমা কত?
-৬৭ বছর।
৭.তথ্য কমিশনের চেয়ারশ্যান কোন পদমর্যাদার?
-সুপ্রিম কোর্টের আাপল বিভাগের বিচারপতির।
৮.বাংলাদেশের প্রথম তথ্য কমিশনার কে?
-এম আজিজুর রহমান।
৯.তথ্য কমিশন আইন ২০০৯ এ রাষ্ট্রপতি সম্মতি দেন কবে?
-৫ এপ্রিল ২০০৯।

প্রধান তথ্য কমিশনার
নাম – মেয়াদকাল
এম আজিজুর রহমান – ৪ জুলাই ২০০৯-১০ জানুয়ারি ২০১০
মোহাম্মদ জমির – ৩১ মার্চ ২০১০ – ৯ অক্টোবর ২০১২
মোহাম্মদ ফারুক – ১০ অক্টোবর ২০১২ – ৯ অক্টোবর ২০১৬
ড. মো. গোলাম রহমান – ৭ ফেব্রুয়ারি ২০১৬ – ৬ জানুয়ারি ২০১৮
মরতুজা আহমদ – ১৮ জানুয়ারি ২০১৮ – বর্তমান
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  442 Views
  by Nipaphysics
  0 Replies 
  346 Views
  by Syednajmul006
  0 Replies 
  245 Views
  by Syednajmul006
  0 Replies 
  226 Views
  by Nipaphysics
  0 Replies 
  281 Views
  by Nipaphysics

  -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

  ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

  -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

  -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]