Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4392
১.বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কোন দেশে অবস্থিত?
-বাংলাদেশে।
২.বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কোনটি?
-কক্সবাজার সমুদ্রসৈকত।
৩.কক্সবাজার সমুদ্রসৈকতের দৈর্ঘ্য কত?
-১২০ কিমি।
৪.সাগর কন্যা নামে পরিচিত কোন স্থান?
-কুয়াকাটা সমুদ্র সৈকত।
৫.কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
-খেপুপাড়া, পটুয়াখালী।
৬.কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
-১৮ কিলোমিটার।
৭.বাংলাদেশের একমাত্র কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?
-কুয়াকাটা সমুদ্র সৈকত।
৮.কক্সবাজরের প্রাচীন নাম কী?
-পালংকি।
৯.কক্সবাজারের নামকরণ করা হয় কার নামানুসারে?
-ক্যাপ্টেন হিরাম কক্স-এর নামে।
১০.বাংলাদেশের পর্যটক রাজধানী কোনটি?
-কক্সবাজার।
১১.বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত?
-১,১৮,৮১৩ বর্গকিমি।
১২.বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
-৭ জুলাই ২০১৪।
১৩.বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
-স্থায়ী সালিশি আদালত।
১৪.বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত বর্গ কিমি বাংলাদেশ লাভ করে?
-১৯,৪৬৭ বর্গ কিমি।
১৫.বাংলাদেশ-ভারতের মধ্যে সমুদ্র বিরোধপূর্ন এলাকা ছিল কত?
-২৫,৬০২ বর্গ কিমি।
১৬.বাংলাদেশ-মিয়ানমারের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
-১৪ মার্চ ২০১২ সালে।
১৭.বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
-সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, জর্মানি।

সমুদ্রসৈকত – অবস্থান
টেকনাফ – কক্সবাজার
হিমছড়ি – কক্সবাজার
কটকা – সুন্দরবন
পতেঙ্গা ও পার্কি- চট্টগ্রাম
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    439 Views
    by apple
    0 Replies 
    780 Views
    by romen
    0 Replies 
    880 Views
    by romen
    0 Replies 
    537 Views
    by romen
    0 Replies 
    95 Views
    by raja

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]