Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4387
১.জাতীয় সংসদে কোস্ট গার্ড আইন কবে পাস হয়?
-সেপ্টেম্বর ১৯৯৪ সালে।
২.বাংলাদেশে কবে কোস্ট গার্ড যাত্রা শুরু করে?
-১৪ ফেব্রুয়ারি ১৯৯৫।
৩.কোস্ট গার্ড বাহিনী গঠনের উদ্দেশ্য কী?
-উপকূলের নিরাপত্তা ও নৌযানগুলোকে জলদস্যুদের হামলা থেকে রক্ষা করা।
৪.কোস্ট গার্ড কবে অপারেশন শুরু করে?
-ডিসেম্বর ১৯৯৫।
৫.বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তর কোথায়?
-আগারগাঁও, ঢাকা।
৬.অপারেশন জাটকা কী?
-জাটকা নিধন বন্ধে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক পরিচালিত অভিযান।
৭.বিশ্বের প্রাচীনতম কোস্ট গার্ডের যাত্রা শুরু হয় কবে কোথায়?
-২৮ জানুয়ারি ১৮৯৫, যুক্তরাষ্ট্রে।
৮.আনসার ও ভিআইপি গঠিত হয় কবে?
-১২ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে।
৯.VDP এর পূর্নরূপ কী?
-Village Defence Party.
১০.বাংলাদেশ আনসার ও ভিডিপি এর স্লোগান কী?
-শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা।
১১.আনসার ও ভিডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-খিলগাঁও, ঢাকা।
১২.আনসার ব্যাটালিয়ন গঠন করা হয় কত সালে?
-১৯৭৬ সালে।
১৩.আনসারের আদলে শহররক্ষী বাহিনী গঠিত হয় কত সালে?
-১৯৮০ সালে।
১৪.আনসার বাহিনীতে নারী নিয়োগ দেয়া হয় কত সালে?
-১৯৭৬ সালে।
১৫.আনসার ভিডিপি একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৭৬ সালে।
১৬.আনসার ও ভিডিপি একাডেমি কোথায় অবস্থিত?
-সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।
১৭.আনসার ও ভিডিপি এর অঙ্গ সংগঠন কয়টি?
-তিনটি।
১৮.আনসার ভিডিপির বর্তমানে মোট ব্যাটালিয়ন সংখ্যা কত?
-৩৮টি।
১৯.বাংলাদেশে প্রথম নারী আনসার ব্যাটালিয়ন গঠন করা হয় কবে?
-৪ এপ্রিল ২০০৫ সালে।
২০.প্রথম নারী আনসার ব্যাটালিয়নের অধিনায়ক কে?
-রাশেদা বেগম।
২১.আনসার ও ভিডিপি বাহিনীর রেঞ্জ কত?
-৭টি।
২২.ভাষা আন্দোলনে আনসার ও ভিডিপির কে শহীদ হন?
-আবদুল জব্বার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    573 Views
    by bdchakriDesk
    0 Replies 
    429 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2162 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1296 Views
    by bdchakriDesk
    0 Replies 
    14 Views
    by apple

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]