Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4368
মেঘনা
১.বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
-মেঘনা (৩৩০ কিমি)।
২.বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
-মেঘনা (১৩,০০০ মিটার)।
৩.বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
-মেঘনা (২৭ মিটার)।
৪.কুশিয়ারা ও পুরাতন সুরমা নদীদ্বয়ের মিলিত স্রোতের নাম কী?
-কালনী।
৫.চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম কী?
-মেঘনা।
৬.সুরমা ও কুশিয়ারা কোন নদীতে প্রবাহিত?
-মেঘনা।
৭.কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
-মেঘনা নদীর মোহনায়।
৮.মেঘনা নদীর উৎস মুখ কোথায়?
-কালনী নদী।
৯.মেঘনা নদীর পতিত মুখ কোথায়?
-বঙ্গোপসাগর।
১০.মেঘনা নদীর উপনদী কী কী?
-তিতাস, ডাকাতিয়া।
১১.বাংলাদেশে চিরযৌবন নদী কোনটি?
-মেঘনা।

গঙ্গা
১.বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
-২৪০ কিমি।
২.গঙ্গা নদীর সর্বাধিক প্রস্থ কত?
- ১৮০০ মিটার।
৩.গঙ্গা নদীর সর্বাধিক গভীরতা কত?
-২০ মিটার।
৪.গঙ্গা নদীর প্রবেশ মুখ কোথায়?
-শিবগঞ্জ।
৫.গঙ্গা নদীর পতিত মুখ কী?
পদ্মা নদী।
৬.বাংলাদেশের প্রবেশের পর কোথায় গঙ্গা ব্রহ্মপুত্র-যমুনার সাথে মিলিত হয়েছে?
-গোয়ালন্দ।
৭.গঙ্গা নদীর প্রবাহিত জেলা কোনগুলো?
-চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও পাবনা।
৮.গঙ্গা নদীর পাড়ে অবস্থিত শহর কী কী?
-রাজশাহী সদর, পাকশী সদর, ও ভেড়ামারা।
৯.বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
-হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।
১০.গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম কী?
-মহানন্দা।
১১.ভারত ফারাক্কা বাধ নির্মাণ করেছে কোন নদীর ওপর?
-গঙ্গা।
১২.গঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্দির জন্য বাংলাদেশ কি প্রস্তাব করেছে?
-নেপালে জলাধার নির্মাণ।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  257 Views
  by jalil
  0 Replies 
  300 Views
  by jalil
  0 Replies 
  220 Views
  by jalil
  0 Replies 
  232 Views
  by jalil
  0 Replies 
  223 Views
  by jalil

  ৫০ বছরে ৬ দেশের উত্তরণ ১৯৭১ সালের পর এই পর্যন্ত ম[…]

  বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ LDC LDCs[…]

  ২৫ ফেব্রুয়ারি ১৯৬৬ : চট্টগ্রামের লালদিঘী ময়দানে[…]

  ২৩ ফেব্রুয়ারি ১৯৭২ : পাকিস্তানের বিভিন্ন অংশে বস[…]