Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4351
বাংলাদেশের কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র
১.বাংলাদেশ কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র কতটি?
-৩টি।
২.জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত?
-টঙ্গী, গাজীপুর।
৩.জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৮ সালে।
৪.জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত?
-কোনাবাড়ী, গাজীপুর।
৫.দ্বিতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত?
-পুলেরহাট, যশোর।
৬.জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রের নাম কী?
-জাতীয় কিশোর অপরাধ সংশোধনী কেন্দ্র।
৭.বাংলাদেশের কিশোর অপরাধের বয়সসীমা কত?
-৭-১৬ বছর।
৮.বাংলাদেশে কিশোর-কিশোরীর বয়সসীমা কত?
-১৪-১৮ বছর পর্যন্ত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি
১.বাংলাদেশ শিল্পকলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯ ফেব্রুয়ারী ১৯৭৪ সালে।
২.বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভাগ কতটি?
-৬টি।
৩.বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্বাহী প্রধানের পদবি কী?
-মহাপরিচালক।
৪.বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রথম মহাপরিচালক কে?
-ড. মুস্তাফা নূরউল ইসলাম।
৫.বাংলাদেশ শিল্পকলা একাডেমির বার্ষিক ইংরেজি পত্রিকার নাম কী?
-শিল্পকলা।

বাংলাদেশ শিশু একাডেমি
১.বাংলাদেশ শিশু একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৬ সালে।
২.বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম শুরু হয় কবে?
-১৫ জুলাই ১৯৭৭ সালে।
৩.বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাতা কে?
-লে. জেনারেল জিয়াউর রহমান।
৪.প্রথমে বাংলাদেশ শিশু একাডেমির কার্যালয় কোথায় ছিল?
-ঢাকার সেগুনবাগিচায়।
৫.বর্তমানে শিশু একাডেমি কোথায় অবস্থিত?
-সুপ্রিম কোর্ট ভবন সংলগ্ন, ঢাকা।
৬.বাংলাদেশ শিশু একাডেমির প্রধান লক্ষ্য কী?
-শিশুদের সাংস্কৃতিক ও মানসিক বিকাশ।
৭.বাংলাদেশ শিশু একাডেমি সাাহিত্য পুরস্কার কবে প্রবর্তিত হয়?
-১৩৯৬ বঙ্গাব্দে।
৮.বাংলাদেশ শিশু একাডেমি কবে থেকে জাতীয় শিশু কিশোর প্রতিযোগীতায় প্রবর্তন করে?
-১৯৭৮ সাল থেকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    54 Views
    by bdchakriDesk
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]