Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4328
১.পূর্ব পাকিস্তানের থানা উন্নয়ন বা সমন্বয় পরিষদ গঠিত হয় কত সালে?
-১৯৫৯ সালে।
২.কত সালে থানাকে উপজেলা করার মাধ্যমে উপজেলা ব্যবস্থার যাত্রা শুরু হয়?
-৭ নভেম্বর ১৯৮২ সালে।
৩.কবে থানার পরিবর্তে উপজেলা নামকরণ করা হয়?
-১৪ মার্চ ১৯৮৩ সালে।
৪.উপজেলা পরিষদ বাতিল ঘোষণা করা হয় কবে?
-২৩ নভেম্বর ১৯৯১ সালে।
৫.উপজেলা ব্যবস্থা পুন:প্রবর্তন করা হয় কবে?
-৩ ডিসেম্বর ১৯৯৮ সালে।
৬.উপজেলা পরিষদের প্রধান কে?
-উপজেলা চেয়ারম্যান।
৭.উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব কে?
-উপজেলা নির্বাহী কর্মকর্তা।
৮.উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মেয়াদকাল কত?
-৫ বছর।
৯.উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কত জন?
-২ জন।
১০.আয়তনে বৃহত্তম উপজেলা কোনটি?
-শ্যামনগর।
১১.আয়তনে ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
-শায়েস্তাগঞ্জ।
১২.জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি?
-গাজীপুর সদর।
১৩.জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
-থানচি, বান্দরবান।

দিকভিত্তিক উপজেলা
দিক – উপজেলা
সর্ব পূর্ব – থানচি
সর্ব পশ্চিম – শিবগঞ্জ
সর্ব দক্ষিণ – টেকনাফ
সর্ব উত্তর – তেঁতুলিয়া

নিকার অনুমোদিত সর্বশেষ ৫ উপজেলা
তম – উপজেলা – অনুমোদন – আয়তন (বর্গকিমি)
৪৮৮ – গুইমারা – ০২.০৬.২০১৪ – ১১৫.০০
৪৮৯ – ওসমানী নগর – ০২.০৬.২০১৪ – ২২৪.৫৪
৪৯০ – কর্ণফুলী – ০৯.০৫.২০১৬ – ৫৪.৩২
৪৯১ – লালমাই – ০৮.০১.২০১৭ – ১৪৭.০৩
৪৯২ – শায়েস্তাগঞ্জ – ২০.১১.২০১৭ – ৩৯.৫৫

উপজেলা নির্বাচন
নির্বাচন – সময়কাল – উপজেলা
প্রথম – ১৬-২০ মে ১৯৮৫ – ৪৬০
দ্বিতীয় – ১৩-২৫ মার্চ ১৯৯০ – ৪৬০
তৃতীয় – ২২ জানুয়ারী ২০০৯ – ৪৮১
চতুর্থ – ২০১৪
পঞ্চম – ২০১৯
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2260 Views
    by apple
    0 Replies 
    3189 Views
    by romen
    0 Replies 
    3868 Views
    by romen
    0 Replies 
    2694 Views
    by romen
    0 Replies 
    2706 Views
    by raja

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]