Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4320
১.জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
-প্রফেসর লুই আই কান।
২.লুই আই কানের জীবনকাল কত?
-২০ ফেব্রুয়ারী ১৯০১-১৭ মার্চ ১৯৭৪।
৩.জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত?
-শেরে বাংলা নগর, ঢাকা।
৪.জাতীয় সংসদ ভবন কত একর জমির ওপর নির্মিত?
-২১৫ একর।
৫.জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
-৯ তলা।
৬.জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় কবে?
-২৮ জানুয়ারী ১৯৮২ সালে।
৭.কে সংসদ ভবনের উদ্বোধন করেন?
-তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার।
৮.তৎকালীন পূর্ব বাংলার আইনসভা কোথায় অবস্থিত?
-জগন্নাথ হল (ঢাকা)।
৯.বর্তমানে জাতীয় সংসদ ভবনের পূর্বে কোথায় জাতীয় সংসদের অধিবেশন বসত?
-প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
১০.প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় সংসদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কবে?
-১০ জুলাই ১৯৮১।
১১.জাতীয় সংসদ ভবনের পাশের লেকটির নাম কী?
-ক্রিসেন্ট লেক।
১২.গণপ্রতিনিধিত্ব আইন জারি করা হয় কবে?
-২৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

এক নজরে জাতীয় সংসদ ভবন
স্থপতি – প্রফেসর লুই আই কান
ডিজাইন – হেনরি এন. উলিকটস
স্ট্রাকচারাল ভবন নির্মাণে সিদ্ধান্ত – ১৩ জুন ১৯৫৯
জমি অধিগ্রহণ – ১৯৬১ সালে
নির্মাণ কাজ শুরু – ১৯৬৪-৬৫ অর্থবছরে
সংসদ এলাকার আয়তন – ২১৫ একর
সংসদ ভবনের আয়তন – ৩.৪৪ একর
সংসদ ভবনের উচ্চতা – ১৫৫ ফুট ৮ ইঞ্চি
দেওয়ালের ব্যাস – ১২”-২৪”
ভবনের প্রধান অঙ্গ – ৩টি
সংসদ কক্ষের উচ্চতা – ১২২ ফুট
দরজা – ১,৬৩৫টি
জানালা – ৩৩৫ টি
সিড়ি – ৫০টি
টয়লেট – ৩৪০টি
লিফট – ২৪টি
সংসদের আসন ব্যবস্থা
সংসদ সদস্যদের জন্য আসন – ৩৫৪টি
বিশিষ্ট অতিথিদের জন্য আসন – ৫৬টি
কর্মকর্তাদের জন্য আসন – ৪১টি
সাংবাদিকদের জন্য আসন – ৮০টি
দর্শকদের জন্য আসন – ৪৩০ টি
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]